বাংলা সিরিয়াল

‘প্রোমো না দেওয়া জলসা পুরো এপিসোড দিয়ে দিচ্ছে জলসা পেজে! স্লট হারানোর ইচ্ছা নাকি?’- স্টার জলসা পেজে পুরো এপিকাট দেওয়ায় বিদ্রোহ শুরু করেছেন নেটিজেনদের এক অংশ!

বর্তমানে মানুষ অবসর বিনোদন করেন বিভিন্ন ধারাবাহিক দেখে, এই কারণে চ্যানেলে চ্যানেলে এত ধারাবাহিকের রমরমা। এই ধারাবাহিকগুলো দেখে মানুষ নিজেদের সময় কাটান। ধারাবাহিক গুলো যখন মানুষ সঠিক সময় দেখতে পান না তখন একজন মানুষ ঐ ধারাবাহিক গুলি অনলাইনে দেখেন, এই কারণে অনলাইনে বিভিন্ন চ্যানেলের অ্যাপ খোলা হয়েছে। যেমন স্টার জলসার হটস্টার আর জি বাংলার জি ফাইভ অ্যাপ।

এই সমস্ত অনলাইন ধারাবাহিকগুলি টিআরপিও কাউন্ট হয় যে কোন ধারাবাহিক এগিয়ে আছে কোন ধারাবাহিক পিছিয়ে আছে। কিন্তু কোন ধারাবাহিক যদি সকাল-সকাল মোবাইলেই দিয়ে দেওয়া হয় তাহলে দর্শকরা আর সেই ধারাবাহিকটি কষ্ট করে অনলাইন এ্যাপে দেখবেন না-এটাই স্বাভাবিক। স্টার জলসার ফেসবুকে যে পেজটি আছে, সেই পেজে দেখা যাচ্ছে যে, যে কোনো ধারাবাহিক‌ই ফুল এপিসোড আপলোড করে দিচ্ছে, এমনটা করলে দর্শকরা আর হটস্টার মুখী হবেন না এই নিয়ে দর্শকদের এক অংশের মানুষ রীতিমতো শঙ্কিত।

একজন যেমন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,“ এসব কী হচ্ছে ভাই Star Jalsha তে?
১১/১২/১৫ মিনিট করে সব সিরিয়ালেরএপিকাট দিচ্ছে কেন জলু কাকু?
সব সিরিয়ালের স্লট হারানোর ইচ্ছা নাকি?”

আরেকজন আবার লিখেছেন,“ We want our জুলুর পুরোনো,অলস,কামচোর,সারাদিন গাঁজা খেয়ে জলহস্তীর মতো পড়ে পড়ে ঘুমিয়ে থাকা admin back”

আসলে একসময় স্টার জলসা তার ফেসবুক পেজে কোন ধারাবাহিকের প্রমোশন করত না বলে দর্শকরা রেগে যেত তারা প্রায়ই বলত প্রোমো দিতে না পারলেও এপিকাট প্রোমো তো দিতেই পারে স্টার জলসা, কিন্তু এখন আবার পুরোপুরো এপিসোড দিয়ে দিচ্ছে স্টার জলসা, এই বিষয়টা দর্শকরা ঠিক হজম করতে পারছেন না। তাই সোশ্যাল মিডিয়ায় তারা রীতিমতো প্রতিবাদ করছেন।

Related Articles