বাংলা সিরিয়াল

গ্রাম বাংলার কীর্তনকে সারেগামাপায়ের মঞ্চে সেরার সেরা শিরোপা জেতালেন পদ্ম পলাশ! কীর্তনকে এত উচ্চ সম্মান পেতে দেখে উচ্ছসিত দর্শক

জি বাংলা সম্প্রচারিত রিয়েলিটি শোগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি রিয়েলিটি শো হল ‘সারেগামাপা’। প্রত্যেক শনি ও রবিবার বাংলার দর্শক মুখিয়ে থাকেন এই শোয়ের সম্প্রচার দেখার জন্য। একেকজন প্রতিযোগী একেকজনের সাথে জোরদার টেক্কা দেন। গানের লড়াইয়ে দর্শক কাকে দেখবেন বুঝে উঠতে পারেন না। সবমিলিয়েস ২০২২-এর সারেগামাপা বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে দর্শকমহলে।

প্রত্যেক বছর এই ধরনের নতুন নতুন সব প্রতিভারা উঠে আসেন মানুষের সামনে। আর তাঁদের সাথেই উঠে আসে বিভিন্ন প্রকারের গান। মঞ্চের প্রতিযোগীদের বিভিন্ন ধরনের গানের পরীক্ষা নেওয়া হয়। তাঁদের বাংলার লোকসংস্কৃতি থেকে বিশ্বমানের গান করতে বলা হয়। কঠিন থেকে কঠিনতম পরীক্ষায় নিজেদের প্রতিভাকে ফুটিয়ে তোলেন প্রতিযোগীরা।

আর এই প্রতিযোগিতার মধ্যে দর্শকদের বিচারে একজন হয়ে ওঠেন সকলের প্রিয়। যেমন সারেগামাপা এর মঞ্চের ২০২২ এর অন্যতম জনপ্রিয় একজন প্রতিযোগী হলেন পদ্ম পলাশ। গায়ক সিজনের একদম প্রথম থেকেই গ্রাম বাংলার লোকসংস্কৃতির গান কীর্তন দিয়েই মন জয় করেছেন দর্শক থেকে বিচারক সকলের। জানা যায় ছোটবেলা থেকেই একদম আধ্যাত্মিক পরিবেশে বড় হয়ে উঠেছেন পদ্ম। চাকরি ব্যবসা কোন কর্মতেই যাননি তিনি। একদম ছোট থেকেই কীর্তনকেই নিজের সবকিছু হিসেবে বেছে নিয়েছেন পদ্ম পলাশ।

তারপর থেকে সেই কীর্তন হয়ে উঠল তাঁর পেশা। এবারে সারেগামাপা ২০২২ এ সেরার সেরা শিরোপা উঠলো পদ্ম পলাশের মাথায়। শোয়ের চ্যাম্পিয়ন হলেন তিনি তাঁর কীর্তন দিয়ে। যদিও শুধু যে তাঁকে তাঁর নিজের গান কীর্তন গাইতে হয়েছে তেমন কিন্তু নয়। একজন পেশাদার কীর্তন শিল্পী হওয়ার পরেও কুমার শানুর গান গাইতে দেখা গিয়েছে এই শিল্পীকে। এমনি কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাঁকে।

তারপরেও তিনি বিজয়ী, তিনি সেরা। যদিও পদ্ম পলাশের সেরা সেরা মুকুট জিতে নেওয়ার পেছনে খুশি হয়েছেন প্রচুর দর্শক। তারা মনে করেছেন গ্রাম বাংলার লোকসংস্কৃতি কীর্তন পৌঁছে গিয়েছে বিশ্বের দরবারে। বাংলার প্রতিভার পরিচয় পেয়েছে সকলে। যদিও শুধু শিল্পী নয় গ্রাম বাংলার এই লোকসংস্কৃতির গান কীর্তন পেল এক নতুন রূপ এক নতুন পরিচয়।

Related Articles