বাংলা সিরিয়াল

যত নোংরামি দেখানো হচ্ছে যৌথ পরিবারে, মুখে ভালো মানুষ বুকে বিষ’! জুঁইয়ের বানানো পায়েস নষ্ট করে শুভ্রর বৌদি, একান্নবর্তী পরিবারের নাম করে সাংসারিক কুটকাচালি দেখতে দেখতে বিরক্ত দর্শক

জি বাংলার(Zee Bangla) পর্দায় যে কয়েকটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে তাদের মধ্যে একদম নতুন ধরনের গল্প নিয়ে শুরু হয়েছে সোহাগ জল(Sohag Jol)। অন্তত ধারাবাহিকের প্রমো দেখে এমনটাই মনে হয়েছিল দর্শকদের। কিন্তু যত দিন যাচ্ছে এই ধারাবাহিকের কুটকচালী দেখতে দেখতে বিরক্ত হয়ে পড়লেন দর্শক।

বিশেষ করে জুঁই (Sweta Bhattacharya)এবং তার স্বামী শুভ্রের(Hani Bafna) মাঝে শুভ্রর বৌদির বারবার ঢুকে পড়া অনেকেই ভালোভাবে মেনে নিতে পারছেন না। যেভাবে হোক দুজনের মাঝে ঝামেলার সৃষ্টি করছে বেনী। আর সেই দেখে বেশ বিরক্ত হয়ে পড়েছেন দর্শক।

ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা জানেন শুভ্র এবং জুঁইয়ের বিয়েটা স্বাভাবিক নয়। এক জমির দলিল সংক্রান্ত কারণে জুঁইয়ের দাদা এবং শুভ্র একসাথে কাজ করলে জুঁইকে বিয়ে করতে বাধ্য হয় শুভ্র। তারপরেই জানা যায় জুঁইয়র দাদা পরিবার শুভ্রকে ঠকিয়েছে। হাতিয়ে নিয়েছে তার থেকে মোটা ধরনের টাকা। তারপর থেকেই জুঁইকে সহ্য করতে পারে না শুভ্র।

সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে শুভ্রর বাড়িতে তাদের গুরুদেব এসেছেন। এবং তার যত্ন আত্মির জন্য যাবতীয় রান্না করছে জুঁই। এমনকি গুরুদেবের প্রিয় পায়েস পর্যন্ত রান্না করেছে সে। এই ব্যাপারটা শুভ্রর বৌদি ভালোভাবে মেনে নিতে পারে না। মুখে ভালো মানুষের ভাব দেখালেও মনে মনে ভাবছে কখন সেই পায়েস নষ্ট করবে। তাই জুঁই সামান্য চোখের আড়াল হতেই তার পায়েসে লেবু মিশিয়ে ছানা কেটে দিয়েছে সে। এই ব্যাপারটা শুভ্র এবং জুঁই জানার পরে তাকে রান্নাঘর থেকে সরাতে চায়। যাতে আবার তারা পায়েস বসিয়ে দিতে পারে।

তবে শুভ্র আর জুঁইয়ের এই পরিকল্পনা বুঝে যায় বেনী। এবং কিছুতেই রান্নাঘর থেকে নড়তে চাই না সে। বরং উল্টে শুভ্রকে কথা শোনায় জুঁইকে নিয়ে। এই পর্ব সম্প্রচারিত হওয়ার পরেই সোশ্যাল মিডিয়াতে রীতিমত বিরক্ত প্রকাশ করেছেন দর্শকেরা। অধিকাংশের দাবি ভদ্র পরিবার দেখিয়ে যেভাবে অসভ্যতামও দেখা হয়েছে তা সাধারণত কোন বাড়িতে দেখা যায় না। একজন তো মন্তব্যই করেছেন,’ যত নোংরামি দেখানো হচ্ছে যৌথ পরিবারে, মুখে ভালো মানুষ বুকে বিষ’।

এখন দেখার বেনীর পরিকল্পনা বানচাল করে জুঁই আবার নতুন পায়েস গুরুদেবের মুখে তুলে দিতে পারে কিনা।

Related Articles