বাংলা সিরিয়াল

সোনার সংসার অ্যাওয়ার্ডস-এর মঞ্চে এসে সতীন কাটা মন্ত্র শুনতে চাইল শুভশ্রী, তবে কি শুভশ্রী রাজের ঘাড় থেকে নামাতে চায় কোনো মেয়েকে? সমাজ মাধ্যমে কবিতার শব্দ নিয়েও কথা শুরু হয়েছে

জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডস ২০২৩ অনুষ্ঠিত হয়ে গেল গত সপ্তাহেই। অ্যাওয়ার্ড শো শুরু হওয়ার আগে থেকেই তা নিয়ে মাতামাতি চলছিল সমাজ মাধ্যমে। পুরষ্কার প্রাপ্তদের একটি আনঅফিসিয়াল তালিকা বেরোতে না বেরোতেই শোরগোল পরে গেল নেটপাড়ায়। রীতিমতো ‘ফিক্সড শো’য়ের তকমা লেগে গেল এই‌ বছরের সোনার সংসার অ্যাওয়ার্ডস-এ। তবে কারোর কারোর অ্যাওয়ার্ড পাওয়া বেশ যথার্থও লেগেছে দর্শকদের।

সোনার সংসার অ্যাওয়ার্ডস-এ সেরা মেয়ের ক্যাটাগরিতে নাম ছিল পর্ণার, অ্যাওয়ার্ডটি জিতেছেনও তিনি। তবে অ্যাওয়ার্ড নিতে মঞ্চে উঠলে শুভশ্রী কি শিখতে চাইল পর্ণার থেকে? শুভশ্রী পর্ণাকে অনুরোধ করল পর্ণা যেন তার বিখ্যাত সতীন কাটা মন্ত্র সকলকে শুনিয়ে যায়। পর্ণা অর্থাৎ অভিনেত্রী পল্লবী শর্মাও মুখস্থ সেই মন্ত্র গড়গড় করে বলে ফেলে।

এই ব্রত মন্ত্র শুভশ্রী কেন শুনতে চাইল? রাজ চক্রবর্তীর মাথা থেকেও কি কোনো মেয়ে নামাতে হতে পারে তাকে! প্রসঙ্গত পর্ণার এই মন্ত্র একবার পড়ে দিলেই বর বা বয়ফ্রেন্ডের চারপাশে ঘোরা মেয়েদের চিরতরে বিতাড়িত করতে পারবে বউ কিংবা গার্লফ্রেন্ডরা। তাই শুভশ্রী মনে করেন প্রত্যেক মেয়েরই এই মন্ত্রটা শিখে রাখা উচিত।

তবে মন্ত্রের কথার সাথে কারোর লেখার মিল পাওয়া গেল যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ অনেকগুলি কবিতার বই ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, আন্তর্জাতিক বইমেলাতে বিক্রিও হয়েছিল তার রচিত বই। আর সেই কবিতার বইয়ের কবিতার সঙ্গেই মিল পেয়েছেন দর্শকেরা।

সতীন কাটা মন্ত্র পুরোপুরিভাবে কাজে না দিলেও সাময়িকভাবে তিন্নিকে দূরে রেখেছিল পর্ণার থেকে। পর্ণা আর ঠাম্মির যৌথ বুদ্ধি ছিল এই সতীন কাটা মন্ত্র। যা পড়ে দিয়ে তিন্নিকে ভয় পাইয়ে সৃজনের থেকে দূরে রাখার ভাবনা ছিল পর্ণার, যা কিছুদিনের জন্য হলেও দূরে রেখেছিল তিন্নিকে।

Related Articles