বাংলা সিরিয়াল

মহিলা মহলে দর কমছে উচ্ছে বাবুর! সবাই এখন সূর্যকে নিয়েই টানাটানি করছে! আদৃত ভক্তরা মাথা ঠুকছে দেওয়ালে

বর্তমানে যে দুটি ধারাবাহিক জনপ্রিয়তার তালিকাতে রমরমিয়ে চলছে তাদের মধ্যে প্রথমটি হল অনুরাগের ছোঁয়া (Anurager Choya)এবং দ্বিতীয়টি মিঠাই(Mithai)। জি বাংলা এবং স্টার জলসার এই দুটি ধারাবাহিক একে অপরকে টেক্কা দিয়ে চলেছে অবিরাম। বর্তমানে যেখানে ধারাবাহিকের স্থায়ীকাল মাত্র কয়েক মাস সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে দেখতে বছর ঘুরিয়ে দিল এই ধারাবাহিক দুটি। তবে সে দিক থেকে মিঠাই অবশ্য কিছুটা এগিয়ে।

আবার টিআরপি তালিকার যদি কথা বলা হয় তাহলে অনুরাগের ছোঁয়া এগিয়ে। এই দুটি ধারাবাহিকেই শুরুর থেকে দর্শকদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে। কারণ পরকীয়া, বহুবিবাহ এছাড়াও যে ধারাবাহিকের গল্প এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই দেখিয়ে দিল এই দুটি ধারাবাহিক। বিশেষ করে স্বামী-স্ত্রীর মধ্যে যে বন্ধন এবং সম্পর্ক দেখানো হয়েছে তা খালির কোন ধারাবাহিকে তেমন ভাবে দেখানো হয়নি। আর এখানেই আলাদা দুটি ধারাবাহিক।

অনুরাগের ছোঁয়া এবং মিঠাই দুটি ধারাবাহিকই দেখিয়ে দিয়েছে স্বামী স্ত্রী দীর্ঘদিন আলাদা থাকার পরেও ভালোবাসা জোর থাকলে তাদের মাঝে কাউকে আসতে লাগেনা। একদিকে যেমন সিদ্ধার্থ মিঠাইয়ের প্রেমে পাগল অন্যদিকে সূর্য এখনো ভালবাসে দীপাকে। আর তাইতো দুটি চরিত্র দর্শকদের ভীষণ পছন্দের। দুই নায়কই মহিলা মহলে বেশ জনপ্রিয়। মেয়েরা কার্যত পাগল তাদের মতো স্বামী পাওয়ার জন্য। আর এই নিয়ে দুই নায়কের মধ্যে প্রতিযোগিতা লেগেই থাকে।

তবে এবার সেই প্রতিযোগিতার ফলাফল সামনে এসেছে। বেশ কিছুদিন ধরে দীপার প্রতি সূর্যের ব্যবহার দেখে খেপে উঠেছিল দর্শকেরা। সূর্য যে ক্ষোভ মনের মধ্যে পুষে রেখেছিল তার বহিঃপ্রকাশে রেগে গিয়েছে বহু দর্শক। এর ফলে অনেকেরই মনে হয়েছিল হয়তো সূর্যের ভক্ত সংখ্যা কমবে। তবে এক্ষেত্রে দেখা গেল ফল উল্টো। সম্প্রতি ভোটের ফলাফলে দেখা গেল সিদ্ধার্থের থেকে ২৪ শতাংশ এগিয়ে সূর্য।

মিঠাইয়ের সিড পেয়েছে ৩১ শতাংশ। আর সূর্য পেয়েছে ৫৪ শতাংশ ভোট। বোঝাই যাচ্ছে সূর্য এখন অনেকটাই এগিয়ে রয়েছে তার থেকে। কিন্তু সিডের এত কম নম্বর নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। আসলে এটি একটি ফ্যান পেজের পোস্ট। যেখানে বলা হয়েছিল ভোট দিতে সূর্য এবং সিড ভক্ত দুজনকেই। আর সেখানেই সূর্য অনেকটাই এগিয়ে রয়েছে।

Related Articles