মিঠাই কে হারাতে ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের পর আবারো স্বস্তিকা ও ক্রুশালের জুটি ফিরছে পর্দায়, খুব শীঘ্রই আসতে চলেছে তাদের নতুন ধারাবাহিক
টেলিভিশনের পর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন স্বস্তিকা দত্ত। কয়েকবছর আগে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কি করে বলবো তোমায় ধারাবাহিকের কথা আশা করি আপনাদের সকলের মনে আছে। সেখানেই শেষবার রাধিকার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী কে। ধারাবাহিকে রাধিকা কর্ণর জুটি দর্শক আজও ভুলতে পারেনি। তবে ওই ধারাবাহিক শেষ হওয়ার পর বেশ কয়েক বছর কেটে গিয়েছে পর্দায় আর দেখা যায়নি স্বস্তিকা কে। তাই দর্শকমহলে প্রশ্ন উঠেছে।
তবে বেশ কয়েক বছর বাদে আবারও পর্দায় ফিরছেন অভিনেত্রী। সংবাদমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন আবারও নতুন ধারাবাহিক নিয়ে খুব শীঘ্রই আসতে চলেছেন তিনি। সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হয়ে গিয়েছে। দর্শকদের অনুরোধ রাখতেই আবারও ফিরছে রাধিকা কর্ণ র জুটি। অর্থাৎ অভিনেত্রীর বিপরীতে আবারও জনপ্রিয় অভিনেতা ক্রুশাল আহুজা কে দেখা যাবে। আর দর্শক তো এই খবর পাওয়ার পর থেকে খুবই খুশি।
কি করে বলবো তোমায় ধারাবাহিক শেষ হওয়ার পর অভিনেতা ক্রুশাল কে দেখা গিয়েছিলেন হিন্দি টেলিভিশনের পর্দায়। জি টিভির রিস্ত ক্যা মাঞ্ঝা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা। এরপর বহু দর্শক বারবার অনুরোধ করেছিলেন বাংলা টেলিভিশন জগতে ফিরে আসার জন্য। অবশেষে অভিনেতা ফিরছেন।