বাংলা সিরিয়াল

‘মোদক বাবু তো এখনও বাবাই হওয়ার ঘোরে রয়েছেন তাই বুঝতে পারছেন না!!! ছেলে – মেয়ে দুটো যে হারে মা ন্যাওটা, হয়ে পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, ভবিষ্যতে এতে তার রোমান্স এর বারো – তেরো বেজে যাবে ফর সিওর’ – শাক্য আর মিষ্টি একেবারে মা পাগল! মজা করছেন দর্শকেরা

বাংলায় একটা প্রবাদ আছে যে, ‘পুরনো চাল ভাতে বাড়ে’। এই কথাকে সত্যি প্রমাণ করেছে জি বাংলার মিঠাই। প্রায় ২ বছর ধরে চলছে, তবু জনপ্রিয়তা কমেনি এতটুকু। বাংলা ধারাবাহিকগুলির মধ্যে সব থেকে পুরনো হওয়ার পরেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা যেনো দিন দিন বেরেছে। বিশেষত ধারাবাহিকের গল্প যেনো প্রতি দিন আকর্ষণ করে মানুষকে।

এছাড়াও মিঠাই আর সিড যেনো ধারাবাহিকের এনার্জি ড্রিংক। তার ওপর আবার মোদক পরিবারের বন্ডিং। এখনকার দিনে যা একেবারে বিরল। এই ধারাবাহিকের যৌথ পরিবারের ধারণা আরো বেশি আকর্ষণ করে মানুষকে। যদিও মাঝে এই আনন্দ, মজা, হৈ হুল্লোর থেকে বেরিয়ে একটু অন্যরকম পর্ব দেখা গিয়েছিল এই ধারাবাহিকে।

যদিও এখন একদম অন্য আমেজ চলছে। মিঠাই সিদ্ধার্থের বিচ্ছেদ, শাক্যর মা ছাড়া বড় হওয়া, মিষ্টির শুধুই মাকে পাওয়া এছাড়াও মিঠাইয়ের স্মৃতি হারিয়ে যাওয়া। এক সাথে অনেক কিছু হওয়ার পর অনেক কষ্ট এখন এক হয়েছে মিঠি সিদ্ধার্থ শাক্য মিষ্টি। মিঠাইয়ের দুঘটনায় মৃত্যু ছিল দর্শকের কাছে সব থেকে ভয়ানক। কিন্তু মিঠাই ফিরে আসে। সাথে তার মেয়ে মিষ্টি। যে মিঠাইকেই মা বলে চেনে।

মিঠাই আর মিষ্টি মোদক পরিবারে ফিরে আসার পর সবাই বুঝতে পারে যে মিঠাইয়ের কিছুই মনে নেই। ফলে সে শাক্য কেও চিনতে পারে না। কিন্তু শাক্য যেহেতু তার মাকে কিছুটা বড়ো হওয়া অব্ধু পেয়েছিল তাই মাকে স্পষ্ট মনে আছে তার। এখন সে খালি তার মা বোনকে আগলে রাখতে চায়। পাশাপাশি মিষ্টিও সিডকেই নিজের বাবা বলে মানছে।

এখন দুটো বাচ্চা মিলে মায়ের স্মৃতি ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছে। শাক্য এত বছর পর নিজের মাকে ফিরে পেয়েছে। ফলে দুজনেই এখন সারাক্ষণ মায়ের কাছে থাকে। এসব দেখেই মজা করছেন ভক্তরা। একজন যেমন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ‘মোদক বাবু তো এখনও বাবাই হওয়ার ঘোরে রয়েছেন তাই বুঝতে পারছেন না!!! ছেলে – মেয়ে দুটো যে হারে মা ন্যাওটা, হয়ে পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, ভবিষ্যতে এতে তার রোমান্স এর বারো – তেরো বেজে যাবে ফর সিওর!!! গোপাল পিলিজ হেলপ মোদক বাবু জী!!!’

Related Articles