বাংলা সিরিয়াল

‘মিঠাই’ ধারাবাহিকে পরকীয়া, সোম ও তোর্সার মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশ, খচে লাল দর্শক

দেখেতে দেখতে কেটে গেলো দুটো বছর। গত মাসেই মিঠাই পার করলো ৭০০ পর্ব। এরই মধ্যে ধারাবাহিকে মিঠি ও সিদ্ধার্থের গল্প জমে উঠেছে। অন্যদিকে দর্শকদের অনুরোধে ধারাবাহিকে ফিরেছে সোম। এরপর সোম ও তোর্সার দাম্পত্য জীবনে নতুন গল্প দেখতে চেয়েছে দর্শক। কিন্তু সোম এবং তোর্সার সম্পর্কে যেন কোন রসায়নই খুঁজে পাচ্ছেন না তারা। মিঠাই মারা যাওয়ার পর তোর্সা নিজেকে পাল্টে ফেলেছে অনেকটা।

নেতিবাচক চরিত্র থেকে ইতিবাচক চরিত্রে ফিরেছে। শাক্যর প্রতি তার ভালোবাসা দেখে প্রত্যেকেই মুগ্ধ। অথচ সোম এবং তোর্সার মধ্যে কোনরকম রোমান্টিক সিনই দেখতে পাচ্ছেন না দর্শক। সোম তোর্সা কে এখনো মন থেকে ভালোবাসতে পারেনি। এই দৃশ্য দেখে দর্শকের মন খারাপ।

আর এইসব দেখে দর্শক অনুমান করছে হয়তো সোম ও তোর্সার মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে। কারণ আমরা প্রত্যেকেই দেখেছি তোর্সা সিদ্ধার্থ কে পাওয়ার জন্য আর মিঠাই সিদ্ধার্থর জীবনে বিপদ নিয়ে আসার জন্য সোম কে বিয়ে করে মনোহরা তে প্রবেশ করেছে। আসলে সোম কে সে কোনদিনও ভালোবাসেনি। কিন্তু সোম তোর্সার প্রতি দুর্বল হচ্ছিল। তবে তোর্সা প্রথম থেকেই সোম কে দূরে ঠেলে দিত।

অন্যদিকে আবার ধারাবাহিকে দেখানো হচ্ছে শাক্যর স্কুলের এক নতুন শিক্ষিকা এসেছে। যার সঙ্গে ইতিমধ্যে শাক্যর বেশ ভাব হয়ে গিয়েছে। মিঠির সঙ্গেও তার বেশ ভালো সম্পর্ক। শাক্যর সেই দিদিমণি সঙ্গীতাই মিঠি কে জানায় যে সে একজনকে ভালোবাসে, কিন্তু সেই ব্যক্তি আগে থেকেই বিবাহিত। তবে স্ত্রী এর সঙ্গে তার কোনো রকম সম্পর্ক নেই। কিন্তু শুধুমাত্র যৌথ পরিবারে বেড়ে ওঠার কারণে দাদু ঠাম্মার জন্য সে সঙ্গীতার সঙ্গে কোনো রকম সম্পর্ক তৈরি করতে পারছে না। কিন্তু তারা দুজন দুজনকে ভালোবাসে।

আর এই পর্ব দেখেই দর্শক অনুমান করে নিয়েছেন যে হয়তো সোমের সঙ্গে এর সঙ্গীতা ম্যাডামের পরকীয়া চলছে। কিন্তু মিঠাই ধারাবাহিকে এই ধরনের গল্প দেখতে হবে তা কোনদিনও ভাবতে পারেনি দর্শক। তবে সোম কেও পুরোপুরি দোষারোপ করতে পারছেন না কারণ তোর্সা তাকে দিনের পর দিন সোম কে অবহেলা করেছে। হয়তো সেইজন্যই সোম অন্য কাউকে ভালোবেসে ফেলেছে। কিন্তু মিঠাই তে কখনোই কোনরকম নেগেটিভিটি গল্প দেখানো হয়নি। তাই ধারাবাহিকের এই গল্প দেখে দর্শক কিছুটা বিরক্ত হয়েছেন। এবার দেখার অপেক্ষা আগামী দিনে ধারাবাহিকে এই গল্প কোন দিকে মোড় নেয়।

Related Articles