বাংলা সিরিয়াল

মিঠাইতে গণবিবাহ নিয়ে জি ফ্যান ও স্টার ফ্যানদের লড়াই দেখে নেটিজেনরা বলছেন ‘গণবিবাহ তুমি কার?’!

জি বাংলার নতুন ধারাবাহিক মিঠাই এর প্রোমো নিয়ে রীতিমত বাক বিতণ্ডা শুরু হয়ে গেলো। কারণ এই ধারাবাহিকে নতুন যে প্রোমোটি আছে সেখানে দেখানো হচ্ছে যে গণবিবাহের আসরে পৌঁছে গেছে সিদ্ধার্থ আর মিঠি, তারা বিয়ে করছে কিনা এটা দেখা যায়নি তবে প্রোমোতে এটা দেখা গেছে যে তারা গুন্ডাদের তাড়া খেয়ে গণ বিবাহের আসরে পৌঁছেছে আর গুন্ডাদের থেকে বাঁচতেই বর বৌয়ের পোশাক পরে নিয়েছে।

এই প্রোমো দেখবার পর স্টার জলসা ফ্যানরা বলছেন যে, স্টার জলসার ধারাবাহিক গুড্ডি থেকে এটি কপি করা। গুড্ডিতেও গুন্ডাদের হাত থেকে বাঁচতে এরকম একটি সিম ছিল। অনেকে আবার বলছেন এটি স্টার জলসার ময়ূরপঙ্খী থেকে নেওয়া।

এইসব দেখে একজন জি ফ্যান দাবি করেছেন যে, এই সিনটা জি বাংলার বহু পুরনো ধারাবাহিক রাজযোটকে দেখানো হয়েছিল। “মিঠাইএর প্রমো দেখে অখাদ্য গুড্ডির সাথে তুলনা করায় বাধ্য হয়ে জি এর ইতিহাসে একটু উঁকি মারতেই রাজজোটকের বিয়ের ট্র্যাক পেয়ে গেলাম সেখানেও এভাবে গণবিবাহ হয়েছিল… তো কপি করতে হলে নিজের চ্যানেলের করবে… ওসব ফালতু গুড্ডি থেকে কেনো করতে যাবে

বিঃদ্রঃ “গুড্ডি” আর “ময়ূরপঙ্খী” এর বহু বছর আগে রাজযোটক হতো তাই না?”-

রাজযোটকের কথা ওঠায় স্টার জলসার এক ফ্যান বলেন এই সিন ছিল স্টার জলসার ইস্টিকুটুম ধারাবাহিকে,- এইসব দেখে একদল নেটিজেন বলছেন যে গণবিবাহের সিন নিয়ে জি বাংলা ভক্ত এবং স্টার জলসা ভক্তরা যেভাবে লড়াই করছেন তা দেখে একটা কথাই মনে আসে তা হল গণবিবাহ তুমি আসলে কোন চ্যানেলের?

কারণ দুটো চ্যানেলের ভক্তরাই দাবি করছেন তাদের ধারাবাহিকেই প্রথম এই সিন দেখানো হয়েছিল। তবে এইসবের মধ্যে মিঠাই ভক্তরা খুব খুশি কারণ তাদের ধারাবাহিক রীতিমতো চর্চিত হচ্ছে আবার আগের মতো, যার ফল স্বাভাবিকভাবেই টিআরপিতে পড়বে তা বোঝাই যাচ্ছে।

Related Articles