বাংলা সিরিয়াল

এক্সিডেন্টের পর প্লাস্টিক সার্জারি করে রেশমি পায় গুড্ডির মুখ! মুখ এক হওয়া নিয়ে সব সমালোচনার শেষ!-গুড্ডির ধামাকাদার টুইস্ট!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গুড্ডি। এই ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে যে, অনুজ মারা গেছে গুড্ডি অনুজের বিধবা স্ত্রী সেজে ঘুরে বেড়াচ্ছে, যুধাজিৎকে সে অবলীলায় ছেড়ে দিয়েছে, অন্যদিকে অনুজ শিরিনের সন্তান পুবলু আর গুড্ডির পালিতা মেয়ে রেশমি ছোট থেকেই একে অপরকে ভালবাসতে শুরু করেছে, দুজনের মধ্যে একটা গভীর বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয়েছে, স্বাভাবিক ভাবেই এই কারণে শিরিন আর পুবলুর মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে তাই গুড্ডি রেশমিকে নিয়ে অনেক দূরে চলে গেছে, এরপর কেটে গেছে দীর্ঘ ১৮ বছর ১৮ বছর পর দেখা যাচ্ছে যে, রেশমির নাম হয়েছে ঋতাভরী আর পুবলুর নাম হয়েছে ঋতুরাজ।

তারা দুজনেই একই মেডিকেল কলেজে পড়াশোনা করে কিন্তু তারা কেউই একে অপরের পরিচয় জানতে পারেনি তারা জানেনই যে তারাই ছোটবেলাকার দুই বন্ধু পুবলু আর রেশমি। তবে কথা না বললেও তারা দুজনে দুজনের প্রতি একটা আলাদা টান অনুভব করে,তাই তারা একে অপরের সাথে সরাসরি কথা বলে না, পরোক্ষভাবে অন্য কারোর মাধ্যমে কথা বলে।

কিন্তু এই ধারাবাহিকে যে বিষয়টি ১৮ বছর লিপ নেওয়ার পর সকলের নজর কেড়েছে তা হলো, রেশমি হুবহু গুড্ডি মতো দেখতে আর পুবলু তার বাবা অনুজের মত। এখন পুবলুর অনুজের মতো দেখতে হওয়া মানায় কারণ তার বাবার সাথে তার চেহারা গত সাদৃশ্য থাকতেই পারে কিন্তু রেশমি কীভাবে তার পালিতামায়ের চেহারা পেল এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল ট্রোলিং। অবশেষে একজন গুড্ডি ভক্ত তার উত্তর দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন সেই প্রশ্নের উত্তর দিয়ে লিখেছেন যে,“রেশমির মুখ দেখতে গুড্ডির মতো কিন্তু কিভাবে? উত্তর= একবার এক ভয়াবহ এক্সিডেন্টে পাহাড় থেকে পড়ে গিয়ে রেশমির মুখ ঝলসে যায় । বড় আঘাতের শিকার হয় রেশমি। ওকে হসপিটালে নেওয়া হয় ।

রেশমি নিজের স্মৃতি হারিয়ে ফেলে‌। কিন্তু রেশমির চেহারা ঝলসে গেছে। তাই গুড্ডি ডাক্তারকে বলে প্লাস্টিক সার্জারি করে রেশমির মুখ যেন গুড্ডির মতোই বানিয়ে দেয় ডাক্তার। এবং এভাবেই রেশমিকে দেখতে গুড্ডির মতো হয়ে যায়।এটাই রেশমির মুখ দেখতে গুড্ডির মতো হ‌ওয়ার কারণ।”- প্রসঙ্গত উল্লেখ্য,গুড্ডি ধারাবাহিকে রেশমির মুখ গুড্ডির মতো হওয়ার পিছনে কোন যুক্তিসঙ্গত কারণ দেওয়া হয় নি, উপরিউক্ত লেখাটি একজন নেটিজেন কল্পনা করে বা বলা যায় ব্যঙ্গ করে লিখেছেন।

Related Articles