Viral

এবারে সকলের নজরের আড়ালে বিয়েটা সেরেই ফেললেন ইন্ডিয়ান আইডল এর দুই জনপ্রিয় প্রতিযোগী অরুনিতা ও পবনদ্বীপ, ভাইরাল ছবি

ইন্ডিয়ান আইডল এর মঞ্চে গত সিজনে নিজেদের গানের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিল বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল এবং উত্তরাখণ্ড এর ছেলে পবনদ্বীপ রাজন। দর্শকদের থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছিল দুজনে। বড়ো বড়ো সব তারকারা তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এমনকি দুজনের সম্পর্ক নিয়ে নানান ধরনের কথা শোনা গিয়েছিল। বর্তমানে দুজনেই একসাথে বিভিন্ন জায়গায় শো করতে দেখা যাচ্ছে। তাদের নতুন নতুন অ্যালবামও বেরোচ্ছে।

ইন্ডিয়ান আইডল এর মঞ্চে দুজনের সম্পর্ক নিয়ে নানান চর্চা হয়েছিল। এমনকি সোশ্যাল মিডিয়া জুড়ে দুজনের ছবি, ভিন্ন মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে পড়েছিল। কিন্তু যতবারই দুজন এই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছে ততবারই এই বিষয় নিয়ে মুখ খোলেনি কেউ, সবসময় এড়িয়ে গিয়েছেন। দুজন দুজনকে শুধু ভালো বন্ধু হিসেবে পরিচয় দেয়। ইন্ডিয়ান আইডল শেষ হওয়ার পর দুজনে একসাথে বিদেশেও গিয়েছেন সেখানে লাইভ প্রোগ্রামে অংশ নিয়েছেন। এমনকি একসাথে জুটি বেঁধে মিউজিক অ্যালবামেও কাজ করেছেন।

সম্প্রতি অরুনিতা এবং পবনদ্বীপ এর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ছবিতে অরুনিতা ও পবনদ্বীপকে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। তবে ছবিতে অরুনিতার মাথায় সিঁদুর ও কপালে টিপ দেখা যাচ্ছে। আর এই দেখেই অবাক হয়েছেন নেটিজেনরা। তবে কি চুপিসারে বিয়ে করে নিলেন তারা?আসলে ব্যাপারটা সেরকম নয়, আজকালকার দিনে ছবিকে বিভিন্নভাবে এডিট করা যায়। আর এটাও সেরকমই কারোর কাজ। ‘অরুনিতাকাঞ্জিলাল’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে ছবিটি ভাইরাল হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Arunita Kanjilal (@arunitakunjilal)

Related Articles