বাংলা সিরিয়াল

বিয়ের আগে নারীদের মা হওয়া নিয়ে সরাসরি সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী দেবাদৃতা বসু, বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের এই সমস্ত চিন্তাভাবনা বর্জন করা উচিত বলে দাবি করলেন অভিনেত্রী

বর্তমান সময়ের টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবাদৃতা বসু। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মধ্যে নিজের জন্য জায়গায় তৈরি করে নিতে সক্ষম হয়েছেন অভিনেত্রী। শুরুটা হয়েছিল জি বাংলার ‘জয়ী’ ধারাবাহিকের হাত ধরে। এরপর ‘আলোছায়া’, ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। এরপর দীর্ঘ কয়েক মাস টেলিভিশনের পর্দা থেকে বিরতি নিয়েছিলেন। তারপর আবারো ফিরে আসেন। এখনো পর্যন্ত যে কটি ধারাবাহিক তাকে অভিনয় করতে দেখা গিয়েছে সব কটি ধারাবাহিকেই তার চরিত্র প্রশংসা পেয়েছে দর্শকমহলে।

তবে দীর্ঘ বিরতির পর অভিনেত্রী স্টার জলসা বা জি বাংলার পর্দায় ফেরেনি, ফিরেছেন আরো একটি বাংলা ধারাবাহিকের জনপ্রিয় চ্যানেল সান বাংলায় বর্তমানে সেই চ্যানেলের ‘আলোর ঠিকানা’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা মিলেছে দেবাদৃতার। এই ধারাবাহিকে অভিনেত্রীর বিপরীতে নায়কের চরিত্রে দেখা মিলেছে জন ভট্টাচার্যের। যাকে আমরা কিছুদিন আগেই মিঠাই ধারাবাহিকে ওমি আগারওয়াল এর চরিত্রে ভিলেন হিসেবে দেখতে পেয়েছি।

আপনারা অনেকেই হয়তো জানেন না অভিনেত্রীর বাবাও টেলিভিশন জগতের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। বিভিন্ন ধারাবাহিককে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। অভিনেত্রীর বোন ও অভিনয় জগতের সঙ্গে যুক্ত হয়েছেন কয়েক বছর হল। বাবার হাত ধরেই দুই বোনের অভিনয় জগতে হাতে খড়ি হয়েছে। তবে অভিনেত্রীর জনপ্রিয়তা যতটা বেশি তাকে নিয়ে সমালোচনা হয় তত বেশি। তেমন সম্প্রতি অভিনেত্রী নিজেই এক সমালোচনার শিকার হয়েছেন।

যেমন সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় বিয়ের আগে মা হওয়ার এই ব্যাপারটিকে অভিনেত্রী কিভাবে দেখেন। আর এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান বিয়ে নিয়ে অভিনেত্রীর মনে একটা ভয় রয়েছে। যদি বিয়ে না টেকে, বিয়ের পর যদি ডিভোর্স হয়ে যায়। আজকাল ডিভোর্স ব্যাপারটা সমাজে অনেকেই ভালো চোখে দেখেন না। আর যদি কেউ নিজের ইচ্ছেতে বিয়ের আগে মা হতে চান তাহলে সেটা সম্পূর্ণ তার সিদ্ধান্ত। ২০২২ এ দাঁড়িয়ে মানুষের এই ধরনের চিন্তাভাবনা বর্জন করা উচিত বলেই অভিনেত্রী মনে করেন। আর অভিনেত্রীর এই কথাতেই শুরু হয়েছে সমালোচনা।

Related Articles