বাংলা সিরিয়াল

পর পর দু’ সপ্তাহ মুকুটহারা অনুরাগের ছোঁয়া! বেজায় মন খারাপ সূর্যের! এত কিছুর মাঝে মুখ খুললেন অবশেষে

গত দুই সপ্তাহ ধরে চমকে দিয়ে টিআরপি টপার হচ্ছে জগদ্ধাত্রী(Jagadhatri)। অনুরাগের ছোঁয়ার(Anurager Choya) মাথা থেকে কার্যত মুকুট কেড়ে নিয়েছে জি বাংলার এই ধারাবাহিক। আর নম্বরের ব্যবধান বেশ অনেকটা। চলতি সপ্তাহে ধারাবাহিকের কপালে জুটেছে মাত্র ৭.৭ নম্বর। যেখানে জগদ্ধাত্রী পেয়েছে ৮.২।

জ্যাস সান্যাল আস্তে আস্তে করে আবার নিজের রাজত্ব ফিরে পাচ্ছেন। আর তাতেই খুব একটা খুশি নয় জলসা ভক্তরা। দুঃখে রয়েছে অনুরাগের ছোঁয়ার নায়ক সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন,’ আমাদের আগেও কেউ ছিল পরেও কেউ থাকবে। পার্ট অফ গেম। যখন চুনি পান্না হতো তখন তো ওই ধারাবাহিক স্লট লিডারও ছিল না। কিন্তু আমি নিজে জানতাম ওটা একটা ভালো সিরিয়াল। এক নম্বরে থাকলে ভালো, দুই নম্বরে থাকলে ভালো না সেটা আমি বিশ্বাস করিনা’।

তবে এখানেই থামেন নি তিনি। জানিয়েছেন একজন তাকে বলেছিলেন তিনি বাংলার এক নম্বর হিরো। তবে তিনিও জানিয়ে দিয়েছেন একটা ধারাবাহিক কখনো হিরোইনের নম্বর ঠিক করেনা। হতেই পারে যে ধারাবাহিক পাঁচ নম্বর তার হিরো শ্রেষ্ঠ। আসলে কোনভাবেই প্রতিযোগিতাতে বিশ্বাসী নন দিব্যজ্যোতি। তবে প্রতিযোগিতা রয়েছে সেটা নিজের সঙ্গে। অন্য কারোর সঙ্গে নয়। নিজের দিকে প্রত্যেক দিন ভালো করতে হবে সেটা করতে পারলেই খুশি পর্দার সূর্য।

টানা দু সপ্তাহ ধরে নিজের প্রথম স্থান হারিয়ে ফেলেছে দর্শকদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। সূর্য-দীপার রসায়ন বরাবর দর্শকদের টিভি সামনে বসিয়ে রেখেছে। ‘সুদীপা’ ভক্তরা নিশ্চিত অনুরাগ আবার নিজের পুরনো জায়গা ফিরে পাবে।

প্রসঙ্গত বর্তমান সময়ে দাঁড়িয়ে ধারাবাহিকের টিআরপি একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। টিআরপি তালিকাতে যে ধারাবাহিক থাকবে বিশেষ করে একটু ভালো নম্বর পাবে তারাই টিকে থাকবে। কোনভাবে যদি টিআরপি তালিকাকে নাম তুলতে না পারে ধারাবাহিক তাহলে চ্যানেল কর্তৃপক্ষরা দ্বিতীয়বার ভাবছেন না সেই ধারাবাহিককে বন্ধ করে দিতে। আবার কিছু ক্ষেত্রে অদ্ভুত ঘটনাও ঘটতে দেখা গেছে। যে ধারাবাহিক হয়তো প্রথম থেকে নাম তুলতে পারেনি, প্রথম দশে। সে আবার পরবর্তীকালে এক থেকে পাঁচের মধ্যে হয়ে গিয়েছে। তাই কে কখন কোথায় বাজিমাত করবে সেটা বোধ হয় দর্শকও জানেন না।

Related Articles