বাংলা সিরিয়াল

সবাইকে টপকে পুরনো সিংহাসনে আসীন জগদ্ধাত্রী! তারপরেও খুশি নেই অভিনেত্রীর মনে! ‘ভালো লাগেনা টপার হতে’! একি বেঁফাস মন্তব্য করে বসলেন তিনি

বর্তমানে বাংলা ধারাবাহিকের(Bengali Serial) জগতে প্রথম এবং শেষ কথা হলো টিআরপি(TRP List)। যে ধারাবাহিক টিআরপি তালিকায় নাম তুলতে পারবে সেই ধারাবাহিক টিকবে। আর যে ধারাবাহিক টিআরপি তালিকাতে নাম তুলতে পারবে না সেটা দর্শকদের যতই পছন্দের হোক না কেন তাকে সরিয়ে নেবে চ্যানেল।

তাই ধারাবাহিক গুলো সব সময় চেষ্টা করে কিভাবে নিজেদের রাজত্ব কায়েম করা যায়। চলতি সপ্তাহে টিআরপি তালিকাতে আবার জগদ্ধাত্রী(Jagadhatri) প্রথম। এই নিয়ে টানা দু সপ্তাহ অনুরাগের মাথা থেকে মুকুট ছিনিয়ে নিয়ে নিজের পুরনো আসনে ফিরেছে ধারাবাহিক। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং গৌরী এলো। চতুর্থ স্থান দখল করেছে নিম ফুলের মধু।

আসলে জগদ্ধাত্রী ধারাবাহিকটি আর পাঁচটা ধারাবাহিকের থেকে একেবারেই আলাদা। এখানে নায়িকা চোখের জল ফেলে না বরং চোখের জল ফেলায়। দমদার অ্যাকশনধর্মী প্লট। একটা সময় গ্রামে গঞ্জে মারপিট ওয়ালা গল্প খুব চলত। প্রসেনজিৎ-চিরঞ্জিত মারপিঠের ছবি দর্শক হা করে গিলত। জগদ্ধাত্রী ধারাবাহিকটিও অনেকটা সেই রকম।

ধারাবাহিকের লেখক স্নেহাশীষ চক্রবর্তী আসলে নায়িকাদের ঘরের মধ্যে রাখতে খুব একটা পছন্দ করেনা। বিশেষ করে নায়িকা সবসময় সবকিছুর সঙ্গে আপোষ করে নেবে, এটা তার ধারাবাহিকে খুব কম দেখা যায়। তার ধারাবাহিকের নায়িকারা বরাবর শিষ্টের পালন দুষ্টের দমন করে এসেছে। তাই এই ধারাবাহিক বেশ উপভোগ করেন বাবা কাকারাও।

তবে টিআরপিতে প্রথম হতে একেবারেই চায়না এই ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা(Ankita Mallick)। নিশ্চয়ই ভাবছেন এমনটা কেন। আসলে তিনি বিশ্বাস করেন একভাবে সবসময় টপ হতে হতে জেতার মজাটা চলে যায়। থাই লড়াইটা সুস্থ কম্পিটিশন এর মধ্যে রাখা ভালো। তাতে দর্শকরা উপভোগ করেন। এই একই কথার সঙ্গে সম্পূর্ণ সহমত তার দর্শকরাও। এ কথাটা ঠিক বারবার জিততে জিততে হারার অভ্যাস থাকে না তাই জেতার মজা চলে যায়।

Related Articles