বাংলা সিরিয়াল

‘আমার ছেলে আমার কথাই শোনে না’, অভিনয়ের জগতে ব্যস্ত থাকতে গিয়ে নিজের সন্তানকেই মানুষ করতে পারেনি অভিনেতা নীল মুখোপাধ্যায়! আক্ষেপ করছেন এখন

ছোট পর্দা বড় পর্দা সব জায়গাতেই সমান সাবলীল ভাবে অভিনয় করেন নীল সুজন মুখোপাধ্যায়(Neel Sujan Mukherjee)। পাশাপাশি থিয়েটার মঞ্চ দাপিয়ে বেড়ান তিনি। একটা সময় লক্ষী ছানা নামক এক অনুষ্ঠানের সঞ্চালনাও করেছেন তিনি। কুড়িয়ে নিয়েছেন দর্শকদের থেকে অসংখ্য ভালবাসা।

বর্তমানে এই অভিনেতাকে দেখা যাচ্ছে সান বাংলার আলোর ঠিকানা ধারাবাহিকে। যে ধারাবাহিকে একজন আদর্শ বাবার ভূমিকায় রয়েছেন তিনি। ধারাবাহিকের নায়ক নায়িকা হলেন দেবাদৃতা বসু এবং জন ভট্টাচার্য। সেখানেই আলোর বাবার ভূমিকায় রয়েছেন নীল।

আদর্শ বাবা যে সবসময় মেয়েদেরকে কড়া শাসনে রাখে। মেয়েদের সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন তিনি। কিন্তু বাস্তব জীবনে আর কড়া বাবা হওয়া হলো না অভিনেতার। আক্ষেপের সুর শোনা গেল অভিনেতার গলায়। ছেলেকে ঠিকমতো মানুষ করতেই পারলেন না তিনি।

সম্প্রতি এক সংবাদ মাধ্যমের কাছে তিনি জানিয়েছেন পর্দার বাবার সঙ্গে তার বাস্তবে একটুও মিল নেই। আর কড়া বাবা না হওয়ার জন্য অনেক কথাও শুনতে হয়েছে তাকে।

অভিনেতা জানিয়েছেন,একদমই তিনি ছেলের ওপর কিছু চাপিয়ে দেন না। তাকে বেশি শাসন করে। ছেলে বাবার কোন কথাই শোনেনা। অভিনেতার কথায়,’ আসলে আজকে জেনারেশন নিজেদের একটা চিন্তার জগত তৈরি করে। অনেক সময় তারা ভুল করে ফেলে। আর সেগুলি সাবধানতা অবলম্বন করার কথাই বলি’।

Related Articles