বাংলা সিরিয়াল

‘আবির ভাই তুই একবার অভিনয় করে চেয়ারে বসে থাকে, নতুন নায়িকা পাবি ১০০% পরের এপিসোডে’ – স্বামীকে নিজের পায়ে দাঁড় করাতে জীবনের ঝুঁকি নিল ঝিলমিল! এই সিন দেখতে হেসে লুটোপুটি খাচ্ছে সোশ্যাল মিডিয়া

বাংলা সিরিয়ালের সাথে ট্রোলিং শব্দটা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, একটা না একটা সিরিয়াল নিয়ে চলতেই থাকে ট্রোলিং। সামাজিক মাধ্যম আসার পর থেকে যেন ধারাবাহিক, রিয়েলিটি শো এগুলোর সমালোচনা একটু বেশি করেই হচ্ছে। কারণ ফেসবুকের মাধ্যমে নেটিজেনরা তাঁদের মতামত খোলা‌ মনে কমেন্ট করে জানানোর সুযোগ পেয়েছেন। তাই কোনো ধারাবাহিকের গল্প অবাস্তব কিংবা জঘন্য অভিনয় নয়ত প্রোডাকশন টিমের গাফিলতি নেটিজেনদের চোখে ধরা পরলেই শুরু হয় দেদার ট্রোলিং।

এইবারে ট্রোল শুরু হয়েছে জি বাংলার এক পপুলার ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’ নিয়ে, স্টারকাস্টে রয়েছেন শুভঙ্কর সাহা এবং স্বস্তিকা দত্ত, সকলেরই চেনা মুখ এই দুজন। তবে এইবারে দর্শকদের কথায় শুরু হয়েছে ধারাবাহিকের ‘বিরক্তিকর পর্ব’। যেখানে আবিরকে হুইলচেয়ার থেকে দাঁড় করানোর জন্য এক ফন্দি আঁটে ঝিলমিল। তবে ঝিলমিল সেটা আবার করছে জীবনের বাজি‌ রেখে, আর তা দেখেই চটেছেন দর্শকেরা, করছেন নানা মজার কমেন্ট।

জি বাংলার ফেসবুক পেজ থেকে ‘তোমার খোলা হাওয়া’-র শ্যুটিংয়ের মুহূর্তের চারটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে রান্নাঘরে ঝিলমিলের সামনে দাউদাউ করে জ্বলছে আগুন, সম্ভবত শাড়ির আঁচলেও লেগে যাবে আগুন (ছবিতে তেমন স্পষ্ট না)। আর তার থেকে ভয় পেয়েই চিৎকার করছে ঝিলমিল। আর পরে সেই চিৎকার শুনে হুইলচেয়ার চালিয়ে সামনে উপস্থিত হন আবির। সে ঝিলমিলের প্রাণের ক্ষতি হতে দেখে নিজেকে আর হুইলচেয়ারে আটকে রাখতে পারে না। হুইলচেয়ার থেকে উঠে ঝিলমিলের কাছে পৌঁছাতে গিয়েই মেঝেতে পরে যায় সে।

আর এই দৃশ্য‌ দেখেই নেটিজেনরা হেসে গড়াচ্ছেন। পোস্টে ‘লাভ’ রিয়্যাক্টের থেকে বেশি দেখা যাচ্ছে ‘হাহা’ রিয়্যাকশন। আবিরকে দাঁড় করানোর এরূপ প্রচেষ্টা দেখে একজন লিখলেন ‘ডাক্তাররা বিলুপ্তির পথে’। আবার একজন আবিরকেই উপদেশ দিয়ে বললেন, ‘আবির ভাই তুই একবার অভিনয় করে চেয়ারে বসে থাকে। নতুন নায়িকা পাবি ১০০% পরের এপিসোডে’। আবার কেউ এর উত্তরে লিখলেন যে ঝিলমিলকে এখানে মরে যেতে দেখালেও তার নিশ্চয়ই কোনো যমজ বা একইরকম দেখতে আর একজন চরিত্র থাকবে, কিংবা ঝিলমিল নিজেও ফিরে আসতে পারে। সব মিলিয়ে ট্রোলিং চলছে এখন ‘তোমার খোলা হাওয়া’-র।

Related Articles