মহা শিবরাত্রিতে মহেশ্বরের আবির্ভাব! প্রমো আসতেই ট্রোলের শিকার গৌরী এলো, ‘ঠাকুর নিয়ে ছেলে খেলা বন্ধ করুন’, ক্ষেপে গেল জনতা

জি বাংলার (Zee Bangla)অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গৌরী এলো(Gouri Elo)। শুরুর থেকে এই ধারাবাহিক দর্শকদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে কারণ এই ধারাবাহিকের গল্পের কারণে। আধ্যাত্মিকতা এবং বিজ্ঞানের এক অদ্ভুত মিসেল দেখা গিয়েছে এই ধারাবাহিকে।
ধারাবাহিকের মুখ্য চরিত্র গৌরী একজন দেবী অংশ। সেটা আগেই জানা গিয়েছিল এই ধারাবাহিকে। অন্যদিকে ঈশান পেশায় চিকিৎসক। শুরু থেকে গৌরীর অলৌকিক ক্ষমতা সম্পর্কে ঈশান জানলেও মানতে চাইতো না। অবশেষে যখন তার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটে তখন মেনে নিয়েছে সে আসলেই ঈশ্বরের এক অংশ।
কিন্তু গল্পে ঈশানও দেবতার একাংশ। সেটা এতদিন প্রকাশ্যে না এলেও নতুন প্রমোতে সামনে এসেছে। ধারাবাহিকের নতুন প্রমো(New Promo) ইতিমধ্যে চ্যানেলের তরফ থেকে প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মহা শিবরাত্রি উপলক্ষে শিবের মাথায় জল ঢালছে গৌরী এবং তার পরিবার। সেই সময় তাদের বাড়ির গুরুদেব বলে ওঠেন মহা শিবরাত্রির দিনে সামনে আসবে এই বাড়ির অপর দেবত্ত অংশের। ঠিক তখনই গৌরীকে ঠেলে শৈল মা সেই জলের পাত্রের সামনে বসে বলে তিনি দেবতার অংশ তাই তার ছবি ফুটে উঠবে। ঘটনাচক্রে সেখানে হাজির হয় ঈশান এবং তারপরেই ওই জলের পাত্রে তার ছবি ফুটে উঠেছে। যা দেখে আঁতকে উঠেছে তার বাড়ির লোকজন।
অর্থাৎ ঈশান যে মহেশ্বরের অংশ সেটা অবশেষে সামনে এসেছে। কিন্তু প্রমো আসার পর থেকেই চূড়ান্ত ট্রোলিং শুরু হয়েছে ধারাবাহিককে ঘিরে। এর আগেও ধারাবাহিকে ভগবান নিয়ে ছেলে খেলা, ধর্ম নিয়ে ছেলে খেলা করার অভিযোগ উঠেছিল। যে কারণে ধারাবাহিক বন্ধের দাবিও তুলেছিলেন অনেক দর্শক। এই ধরনের প্রমো আসার পর থেকে আবার উঠেছেন নেটিজেনরা। একবার ধারাবাহিক বন্ধের দাবি তুলেছেন দর্শকদের একাংশ।