বাংলা সিরিয়াল

‘একালের গ্রামের মানুষ মোটে ও এমন না! কেউ এলে অন্তত আয়োজন টা করে’! বাংলা মিডিয়ামে বিক্রমকে ইন্দিরার বাড়িতে সরুচাগুলি খাওয়া প্রসঙ্গে বলছেন দর্শকরা!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বাংলা মিডিয়ামে প্রথম থেকেই গ্রাম বাংলার সংস্কৃতি ও গ্রাম বাংলার মেয়েদের নিয়ে অত্যাধিক বাড়াবাড়ি দেখানো হচ্ছে বলে দর্শকরা মনে করেন। ইন্দিরা কেমিস্ট্রি নিয়ে পড়া একজন শিক্ষিত মেয়ে কিন্তু এরকম একটি শিক্ষিত মেয়ে কিনা শুধুমাত্র গ্রামে থাকে বলে দুদিকে বেনুনি ঝুলিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলের ইন্টারভিউ দিতে যায়! এই বিষয়টা দর্শকদের কাছে ভীষণ রকম হাস্যকর লেগেছে!

এরপর দেখা যায় একটা লম্বা বুড়োদের ছাতা নিয়ে ইন্দিরা শহরের রাস্তায় হাঁটছে এবং তাকে যতখানি আনস্মার্ট দেখানো হয়েছে গ্রামের কোন অশিক্ষিত মেয়েও ততটা হয় না! এখানেই শেষ নয় এরপর এই ধারাবাহিকে দেখানো হয় যে, ইন্দিরা কে ছাড়তে তার গ্রামের বাড়িতে আসে বিক্রম কিন্তু দুর্যোগের কারণে সে আটকে যায় এবং সে রাত্রে ইন্দিরার বাড়ি ছেড়ে যেতে পারে না। কিন্তু রাত্রে বিক্রম খাবে কী? এটা জিজ্ঞেস করা হলে ইন্দিরা কে বিক্রম বলে সে ভাত খাবে না।

বিক্রম ভাত খাবে না শুনে ইন্দিরা, চালের গুঁড়ো দিয়ে সরুচাগুলি তৈরি করে গুড় দিয়ে সেটা পরিবেশন করে বিক্রমের কাছে। বিক্রম শহরের মানুষ এসব কখনো খায় নি,তাই সে খেয়ে নাম করে। খাওয়া শেষ হলে ইন্দিরা বলে এটা কী দিয়ে বানানো বলুন তো?-এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি।

সব শুনে বিষম খায় বিক্রম,ভাবে কি ডেঞ্জারাস মেয়ে, রাইস খাবো না বলেছি বলে সেই রাইস ই খাইয়ে দিলো!- এই এপিসোড দেখে দর্শকরা বলছেন,“এখানে গ্রামের মানুষকে অত্যাধিক খারাপ দেখানো হয়েছে, এই কালের গ্রামের মানুষ মোটেও এই রকম হয় না, কেউ এলে অন্তত তার খাবারের মতো আয়োজন করে রাখে”

Related Articles