বাংলা সিরিয়াল

‘আর যেন কোন দিন শিশুকেন্দ্রিক ধারাবাহিক না আসে’! টিআরপির চক্করে সাত তাড়াতাড়ি বোধিসত্ত্বের বোধ বুদ্ধি শেষ হ‌ওয়ায় বলছেন আহতদর্শক!

কিছু কিছু ধারাবাহিকের কনসেপ্ট ভালো হওয়া সত্ত্বেও সেটা বেশিদিন টিআরপির লড়াইতে টিকে থাকতে পারে না, টি আর পির লড়াই এর কারণে সেই ধারাবাহিককে শেষ হয়ে যেতে হয় এটা যে কোন ধারাবাহিকের ফ্যানদের কাছে বিশেষ দুঃখের।

যেমন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক বোধিসত্তের বোধ বুদ্ধি , শিশুকেন্দ্রিক এই ধারাবাহিক টিআরপি লিস্টে সেরকম ফায়দা করতে না পারলেও এই ধারাবাহিকের জনপ্রিয়তা প্রশ্নাতীত। মাত্র ৫ মাসের মাথায় এই ধারাবাহিক শেষ হলো গত শনিবার এই ধারাবাহিকের শেষ শুটিং হল যা দেখে দর্শকরা রীতিমতো হতাশ হয়েছেন।

শিশুকেন্দ্রিক এই ধারাবাহিক টিআরপি তুলতে না পারলেও এই ধারাবাহিকের মধ্যে একটা সহজ সরল প্রাণবন্ত হাস্যমুখর ব্যাপার ছিল যা অধিকাংশ দর্শককে আকর্ষণ করেছিল অন্যদিকে এই ধারাবাহিক ছিল সাংসারিক কূটকাচালি মুক্ত।

সাত তাড়াতাড়ি এই ধারাবাহিক শেষ হ‌ওয়ায় দর্শকদের একাংশের মানুষ রেগে গিয়ে বলছেন আর যেন কখনো শিশু কেন্দ্রিক ধারাবাহিক কোন চ্যানেল না নিয়ে আসে কারণ বিশুদ্ধ হাসির এই সমস্ত ধারাবাহিককে অধিকাংশ মানুষ গ্রহণ করেন না।

বোধিসত্ত্বের বোধ বুদ্ধির সেটে যেহেতু অনেকগুলো কচিকাঁচা ছিল তারা প্রায়ই হাসি মজা করত তবে ছোট বোধি একটু চুপচাপ, এই হাসি মজার ছলে মাঝে মাঝে শুভঙ্কর চট্টোপাধ্যায় ও যোগ দিতেন।

এছাড়া এই ধারাবাহিকের সুমন্ত মুখোপাধ্যায় সোনালী চৌধুরী বিশ্বনাথ ও সমতার মত অভিনেতা-অভিনেত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল। জি বাংলা আগামীতে কিছু নতুন ধারাবাহিক আসতে চলেছে যেমন রাঙা বউ। ইতিমধ্যেই জি বাংলায় শুরু হয়ে গেছে তোমার খোলা হাওয়া, নিম ফুলের মধু ও সোহাগ জল। এখন নতুন আসা এই সব ধারাবাহিক গুলো টিআরপির লড়াই কতদিন জেতে সেটাই দেখার!

Related Articles