বাংলা সিরিয়াল

প্রোমো ফালতু হলেও এপিসোড জমজমাট ছিলো বাংলা মিডিয়ামের! নায়ক বিক্রমই সেই লোক যার জন্য মারা যায় নায়িকা ইন্দিরার বাবা!

১২ ই ডিসেম্বর থেকে স্টার জলসায় রাত্রি আটটার স্লটে শুরু হচ্ছে বাংলা মিডিয়াম। এই বাংলা মিডিয়াম ধারাবাহিকের দৌলতে বহু সময় পরে ফিরছেন কৃষ্ণকলি খ্যাত জুটি নীল ভট্টাচার্য ও তিয়াসা রায়। এই ধারাবাহিকে র প্রমো তে দেখা যাচ্ছে যে ইন্দিরা একটি গ্রামের মেয়ে সে বাংলা মিডিয়ামে পরে মানুষ হয়েছে তাই পাত্র তাকে বিয়ে করতে চাই নি, এত পর সে শহরের নাম করা ইংলিশ মিডিয়াম স্কুলে যায় ইন্টারভিউ দিতে, সেখানে গিয়ে প্রথম সে স্কুল কর্তৃপক্ষের দ্বারা অপমানিত হলেও নিজের যোগ্যতা সে প্রমাণ করে, সে ছন্দে ক্লাস নিয়ে ছাত্রদের মন জয় করে আর তার চাকরি পাকা হয়ে যায়।

এই ধারাবাহিকের প্রোমো খুব একটা ভালো হয় নি তা সকলেই এক বাক্যে স্বীকার করেন তবে এই ধারাবাহিকের প্রোমো ঠিক যতটা ফালতু হয়েছিলো এই ধারাবাহিকের এপিসোড ঠিক ততটাই দুধর্ষ হয়েছে। দর্শকদের একাংশ ভেবে রেখেছিলেন যে প্রোমো দুর্বল হলেও গল্প দুর্বল হবে না কারণ কাস্টিং ছিল দুর্দান্ত।

প্রথম এপিসোড টেলিকাস্ট হতেই দেখা গেল অনেক চমকপ্রদ বিষয়ে লুকিয়ে রয়েছে বাংলা মিডিয়ামে যা প্রোমোতে প্রকাশ পায় নি। ‌ একজন নেটিজেন বাংলা মিডিয়াম প্রথম দেখে সোশ্যাল মিডিয়ায় তার প্রশংসা করে রিভিউ লিখেছেন,“ বাংলা মিডিয়ামে প্রথম এপিসোডেই সাসপেন্স রেখে দিছে একটা শহরের সবথেকে নামী Future Dream স্কুলে টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি করা হয়। একজন স্টুডেন্ট লাইভ ভিডিওর মাধ্যমে সেটা সকল কে জানিয়ে দেয়
স্কুলের কর্তৃপক্ষ বিক্রম সেই স্টুডেন্ট কে ভ য় দেখিয়ে পুরো ঘটনা কে
অন্যভাবে সাজিয়ে নেয় কিন্ত এই অন্যায়ের পিছনে কার হাতে সেটা জানা যায়নি ইন্দিরার বিয়ে ঠিক হয়ছিলো বিক্রমের সাথে কিন্তু বিক্রম বিয়ের দিন বিয়ের মন্ডপে যায়নি যার কারনে বিয়ে ভেঙ্গে যায়, আর ইন্দিরার বাবা সেই দুঃখে স্ট্রোক করে মারা যান,
যদিও বিক্রম ইন্দিরা একে অপরকে চিনে না
ইন্দিরা শহরে আসছে ইংলিশ মিডিয়ামে ইন্টারভিউ দিতে।

মুঠামুঠি ভালোই লাগলো পুরো এপিসোড। মা-কাকিমা রা ভালোই গ্রহন করবে এটা। অপেনিংয়ে ৭+ দিবেই মনে হয় ”

Related Articles