বাংলা সিরিয়াল

টিআরপি রেটিং এর জন্য নয়, মানুষের আগ্রহ কমে যাওয়ার জন্যই মাঝপথে বন্ধ করে দেওয়া হচ্ছে ‘ধুলোকণা’, মুখ খুললেন লীনা গাঙ্গুলী

বর্তমান সময়ে বিনোদন জগতের মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে ধারাবাহিকগুলি। বিভিন্ন গল্প বিভিন্নভাবে প্রতিটি চ্যানেলে দেখানো হয়ে থাকে। আর সেই ধারাবাহিক গুলো দেখতে প্রত্যেকেই ভালোবাসেন। সন্ধ্যে হলেই টেলিভিশনের পর্দায় বসে পড়েন প্রত্যেকেই নিজেদের প্রিয় ধারাবাহিক গুলি দেখার জন্য।

ধারাবাহিকের গল্পগুলি এখন ভিন্ন ভিন্ন ধরনের। বিভিন্ন ধারাবাহিকের গল্পের মাধ্যমে সমাজের কাছে বিভিন্ন ধরনের বার্তা পৌঁছে দেওয়া হয়। আর গল্পে নানা রকম টুইস্ট এবং ধামাকা মাধ্যমে দর্শকদের আকর্ষণ বজায় রাখতে হয় ধারাবাহিক কর্তৃপক্ষকে।

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হলো স্টার জলসার ধুলোকণা। তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি এই ধারাবাহিক শেষ হয়ে যেতে চলেছে। ধারাবাহিকে অতিরিক্ত পরকীয়া নায়কের বহুবার বহু নারীর সঙ্গে সম্পর্ক দেখে তিথিবিরক্ত হয়ে উঠেছেন দর্শক। তাই মাঝপথেই হঠাৎ করে ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন লেখিকা। যদিও এই ধারাবাহিক রেটিং বরাবরি বেশ ভালো। কিন্তু ধারাবাহিকের গল্পের কারণে বন্ধ হয়ে যেতে চলেছে এই ধারাবাহিক।

এছাড়াও ধারাবাহিক জগতে দিন দিন বিভিন্ন নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। যার ফলে পুরনো ধারাবাহিক গুলি দেখার প্রতি দর্শকদের আগ্রহ অনেক কমে যাচ্ছে আগের তুলনায়। সেই জন্য একের পর এক পুরোনো ধারাবাহিক গুলি বন্ধ হয়ে যাচ্ছে। যেমন জি বাংলায় পিলু। এছাড়া স্টার জলসা মোহর, খরকুটো, বৌমা একঘর এর মতন একাধিক ধারাবাহিক শেষ হয়েছে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে।

তবে এখন ধারাবাহিকগুলি পুরোটাই নির্ভর করে টিআরপি রেটিং এর উপরে তা আমরা প্রত্যেকেই জানি, তাইতো প্রতি সপ্তাহের ধারাবাহিক গুলির টিআরপি রেটিং খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে জনপ্রিয় অভিনেত্রী বিদিপ্তা জানিয়েছেন ‘আগের অভিনেতারা এখনো অভিনয় করেন। কিন্তু আসল হচ্ছে গল্প, চিত্রনাট্য। সেটা খারাপ মানের হলে অভিনেতারা কী করবেন?’

অন্যদিকে আবার লেখিকা লীনা গাঙ্গুলী ও জানিয়েছেন ‘দর্শকের এখন আর আগের মতো ধৈর্য নেই। তাদের সামনে বিনোদনের অনেক বিকল্প। তাই তারা যতদিন দেখবেন, ততদিন সিরিয়াল চলবে। অভিনেতা, টেকনিশিয়ানরাও এটা জানেন। এই অনিশ্চয়তা অন্য কাজের ক্ষেত্রেও আছে।’ শোনা যাচ্ছে আগামী সপ্তাহ তেই নাকি ধূলোকণা ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হবে।

Related Articles