বাংলা সিরিয়াল

রচনা একাই একশো! এবারেও এগিয়ে দিদি নাম্বার ওয়ান, TRP তালিকায় বেশ পিছিয়ে পড়ল স্টার জলসার নন ফিকশন শো

বৃহস্পতিবার মানেই দর্শকের মধ্যে একটা টানটান উত্তেজনা কাজ করে। কোন ধারাবাহিক এগিয়ে থাকবে কোন চ্যানেল কোন চ্যানেলকে টেক্কা দেবে তাই নিয়ে থাকে দর্শকদের মধ্যে একটা আলাদা রকম উত্তেজনা। তবে টিআরপি তালিকায় বাজিমাত করার জন্য রচনা এবং জগদ্ধাত্রী এই দুজনেই যথেষ্ট। এই দুজনেই জি বাংলাকে বরাবর টিআরপি তালিকায় এগিয়ে রাখছে। টিআরপি তালিকায় এই সপ্তাহতেও ফিকশনস শো গুলিতে এগিয়ে রয়েছে জগদ্ধাত্রী এবং নন ফ্রিকশন শো এ দিদি নাম্বার ওয়ান।

যদিও দিন কয়েক আগে একটা ভুয়ো খবর রটে ছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে শোনা গিয়েছিল ইন্দ্রানী হালদারের নতুন শো ঘরে ঘরে জি বাংলার জন্য নাকি বন্ধ হয়ে যাচ্ছে দিদি নাম্বার ওয়ান এর মত পুরনো জনপ্রিয় শো। তবে সেই কথা যে পুরোপুরি ভুয়ো তা প্রমাণিত হয়েছে। এই সপ্তাহের টিআরপি তালিকাতে দিদি নাম্বার ওয়ান প্রথম স্থান দখল করে নিয়েছে। তার ঠিক পেছনেই রয়েছে সারেগামাপা। এই সপ্তাহ স্টার জলসা নন ফিকশন শো গুলিতে পিছিয়ে পড়েছে জি বাংলার কাছে। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক nonfication show এর টিআরপি তালিকা।

দিদি নম্বর [সানডে ধামাকা] (৬.৩)

সারেগামাপা (৫.০)

‘ডান্স ডান্স জুনিয়র ৩’ (৪.৬)

রান্নাঘর (১.০)

গ্র্যান্ড ফিনালে খুব কাছেই রয়েছে, স্টার জলসা ডান্স ডান্স জুনিয়র। অন্যদিকে সারেগামাপা ও শেষের মুখে। রান্নাঘরের জনপ্রিয়তা বেশ কয়েক সপ্তাহ ধরে কমে গিয়েছে, সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের বিতর্কমূলক পোস্টের কারণে।

Related Articles