বাংলা সিরিয়াল

আরো একবার জয়জয়কার ‘মিঠাই’ ধারাবাহিকের, ‘জগদ্ধাত্রী’, ‘গাঁটছড়া’ ধারাবাহিক কে হারিয়ে সেরা ধারাবাহিক মিঠাই

দীর্ঘ দু’বছর ধরে দর্শকদের পছন্দের ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো মিঠাই ধারাবাহিক। গত সপ্তাহে নিজেদের ৭০০ পর্ব পূরণ করেছেন। বাংলা ধারাবাহিক এই প্রথম কোন ধারাবাহিক ৫৬ সপ্তাহ টানা টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছিল। ধারাবাহিকের হাত ধরে সৌমিতৃষা এবং আদৃত বিপুল পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে। মিঠাই চরিত্রে সৌমিতৃষার দুষ্টু মিষ্টি অভিনয়, আদৃত এর উচ্ছেবাবু চরিত্রে অভিনয় প্রত্যেকেরই মন জয় করে নিয়েছে।

স্টার জলসা জি বাংলা এমন বহু ধারাবাহিক রয়েছে যেগুলি মাত্র তিন থেকে ছয় মাস চলেছে তারপরেই জনপ্রিয়তা কম থাকার কারণে বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু মিঠাই এই ধারাবাহিক গুলোর তুলনায় একদমই আলাদা। টানা দু বছর হয়ে গেল দর্শকদের ড্রয়িং রুমে নিজেদের পাকাপোক্ত জায়গায় তৈরি করে নিয়েছে মিঠাই।

বর্তমানে যদিও টিআরপি রেটিং তালিকায় খুব একটা ভালো ফলাফল করছে না মিঠাই ধারাবাহিক। কিন্তু তবু ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু এতটুকু কমেনি। ধারাবাহিকের যৌথ পরিবারের একটি গল্প তুলে ধরা হয়েছে যা দর্শক ভীষণই পছন্দ করেছে।

এবার যেমন মিঠাই ধারাবাহিকের জন্যেই আরও একটা দারুণ পুরস্কার পেলেন সৌমিতৃষা। তার হাত ধরে জি বাংলাও পেল সেরা সম্মান। সম্প্রতি ওরম্যাক্স মিডিয়ার তরফ থেকে বাংলা ভাষায় কোন কোন ভারতীয় ধারাবাহিকের চরিত্র সবথেকে জনপ্রিয় তার একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। এর মধ্যে মিঠাই পেয়েছে সবার প্রথম আসনটি। ১৯ বারেরও বেশি এই খেতাব জয় করেছে মিঠাই। আর এই খবর শুনে মিঠাই ভক্তরা দারুন খুশি। আরো একবার মিঠাই এর জয়-জয়কার। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। তৃতীয় স্থানে রয়েছে ঋদ্ধি এবং খড়ির গাঁটছড়া। তারপর বিভিন্ন ধারাবাহিক গুলি।

 

View this post on Instagram

 

A post shared by Ormax Media (@ormaxmedia)

Related Articles