বাংলা সিরিয়াল

যতই সিড- মিঠাই থাকুক সূর্য-দীপার ধারে কাছে নেই কেউ! জমজমাট প্রমো আসতেই ফারাক দেখা গেল টিআরপিতে, প্রথম সেই অনুরাগের ছোঁয়া! বিরাট ব্যবধানে গোল দিল জগদ্ধাত্রীকে

এই মুহূর্তে দাঁড়িয়ে জি বাংলা(Zee Bangla)কে পরপর গোল দিয়ে যাচ্ছে স্টার জলসা(Star Jalsha)। কারণ বৃহস্পতিবারে টিআরপি তালিকাতে চোখ রাখতেই দেখা গেল সেই সবাইকে ছাড়িয়ে প্রথম হয়েছে অনুরাগের ছোঁয়া(Anurager Choya)। সূর্য দীপার প্রেমের ধারে কাছে যে কেউ আসতেই পারে না সেটাই যেন বারবার প্রমাণ করছে এই ধারাবাহিক।

পাশাপাশি যে ধারাবাহিকে বারবার পরকীয়া বহুবিবাহ দেখানো হয় তাদের কেউ যেন চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে দিয়েছে অনুরাগের ছোঁয়া যে এই সবকিছুর বাইরেও গল্প থাকে। এবং শুধুমাত্র নায়ক নায়িকার প্রেম দিয়েই এগিয়ে নিয়ে যাওয়া যায় গল্প। দশের মধ্যে নয় নম্বর পেয়েছে এই ধারাবাহিক।

উল্টোদিকে জগদ্ধাত্রী চ্যানেল টপার হলেও আটকে রয়েছে সেই আটের ঘরেই। তৃতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু। সৃজন-পর্ণা নতুন করে আবার নিজেদের খেলা ঘুরিয়ে তিন নম্বরে জায়গা পাকা করেছে। এমনকি নতুন শুরু হই সোনার সংসার থেকে অ্যাওয়ার্ড ছিনিয়ে নিয়েছে এই জুটি। তাই আগামী দিনে যে চ্যানেল টপার হওয়ার ক্ষমতা রাখে তা যেন বুঝিয়ে দিচ্ছে বারবার।

উল্টোদিকে প্রতিপক্ষ চ্যানেলে নতুন শুরু হয়েই শ্রীমান পৃথ্বীরাজ টিআরপি তালিকাতে নাম তুলে ফেলেছে। ভালো রকমের ফলাফল হয়েছে প্রথম বাড়ে। তবে প্রতিপক্ষ খেলনা বাড়ি হওয়ার কারণে লড়াইটা অসমান রয়ে গেছে। এখন এক নজরে দেখে নেওয়া যাক কোন ধারাবাহিক কত নম্বর পেয়ে কোথায় দাঁড়িয়ে রয়েছে…

প্রথম-অনুরাগের ছোঁয়া (৯.০)

দ্বিতীয়-জগদ্ধাত্রী (৮.৩)

তৃতীয়-নিম ফুলের মধু (৭.৮)

চতুর্থ-গৌরী এলো (৭.৭)

পঞ্চম-খেলনা বাড়ি (৭.৫)

ষষ্ঠ-পঞ্চমী (৬.৭)

সপ্তম-রাঙা বউ (৬.৬)

অষ্টম-মেয়েবেলা (৬.৪)

নবম-মেয়েবেলা (৬.২)

দশম-মিঠাই/ হরগৌরী পাইস হোটেল (৬.১)

তবে এক্কাদোক্কাতে নতুন টুইস্ট আনার পরেও ছিটকে গিয়েছে সেরা দশের তালিকা থেকে। আর শ্রীমান পৃথ্বীরাজ শুরু হয়ই (৪.৭) নম্বর ছিনিয়ে নিয়েছে নিজেদের জন্য।

পাশাপাশি নন ফিকশন শো গুলির ক্ষেত্রেও খুব একটা পার্থক্য দেখা যায়নি। প্রথম হয়েছে দিদি নাম্বার ওয়ান সানডে ধামাকা। মোট প্রাপ্ত নম্বর (৬.৩)। ডান্স বাংলা ডান্সের ঘরে এসেছে (৫.৭ )নম্বর। সুপার সিঙ্গার পেয়েছে (৩.৮)। বোঝাই যাচ্ছে ধারাবাহিক গুলির সঙ্গেই জোরকদমের টেক্কা দিয়ে চলেছে এই নন ফিকশন অনুষ্ঠান গুলি।

Related Articles