বাংলা সিরিয়াল

সৌমিতৃষার অনুরাগীদের মতো অভিনেত্রী অন্বেষা হাজরার অনুরাগীরাও একটু চটে আছেন সোনার সংসার অ্যাওয়ার্ডের বিচারকদের প্রতি, পক্ষপাতিত্বে ভরা ছিল এই অনুষ্ঠান

অন্বেষা হাজরা অভিনীত ‘এই পথ যদি না শেষ হয়’, যেই ধারাবাহিক মাঝপথেই একটা রাশ টেনে শেষ করে দেওয়া হয়, কারণ সেই টিআরপি। টিআরপি কম দেওয়ায় চ্যানেল কর্তৃপক্ষ বন্ধ করে দেয় একের পর এক ধারাবাহিক। তা সে দর্শকদের পছন্দের হলেও, যদি‌‌ টিআরপি কম তো সিরিয়াল বন্ধ। ‘মিঠাই’ ধারাবাহিক একসময়ে টানা অনেকগুলি সপ্তাহ এক নম্বর স্থান ধরে রেখেছিল, ১০.৮-এর রেকর্ড ব্রেকিং টিআরপি নম্বরও তুলেছিল। তবে সেই ধারাবাহিকের টিআরপি কমে যাওয়ার পরেও বদলে দেওয়া হয় তার টাইম স্লট, আর এখন আবার শোনা যাচ্ছে এপ্রিলের মাঝামাঝি এই ধারাবাহিকও বন্ধ হয়ে যাবে।

অভিনেত্রী অন্বেষা হাজরা উপস্থিত ছিলেন সোনার সংসার অ্যাওয়ার্ডস-এ। তবে বিনা অ্যাওয়ার্ডেই তাঁকে ফিরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ অনুগামীরা। ‘মিঠাই’-এর স্টারকাস্টদেরও দেখা যায়নি তেমন। অন্বেষা হাজরার অভিনয় ‘এই পথ যদি না শেষ হয়’তে মুগ্ধ করেছিল দর্শকদের। প্রথম প্রথম অন্বেষার চরিত্র ঊর্মিকে দেখে মনে হয়েছিল বাচ্চা একটি মেয়ে, দুনিয়াদারি সম্পর্কে তার কিছুই জানা নেই। তবে ধীরে ধীরে ধারাবাহিকে তাঁর চরিত্রে এসেছে গভীরতা।

সাত্যকির সাথে বিয়ে, আর ঝগড়া, ফের প্রেম সবকিছুই মন ভরিয়ে দিয়েছিল দর্শকদের। আর দর্শকদের সবথেকে ভালো লেগেছিল এই ধারাবাহিকের একান্নবর্তী পরিবারকে। এখনকার পরিবারগুলো যত দিন যাচ্ছে ততই ছোটো হয়ে যাচ্ছে। তাই ঊর্মির ওই ধারাবাহিকে দর্শকরা বাস্তবতা খুঁজে পেয়েছিলেন। তাই পছন্দের অভিনেত্রীকে খালি হাতে অ্যাওয়ার্ড শো থেকে ফিরে যেতে দেখে ভক্তরা মোটেই খুশি নন।

সোশ্যাল মিডিয়ায় এই অ্যাওয়ার্ড শো ‘ফিক্সড’-এর তকমা ইতিমধ্যেই পেয়ে গেছে, তাঁরা জানান কেবল টিআরপি তালিকার ওপর ভিত্তি করেই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। নয়ত এতগুলো ক্যাটাগরি, এতগুলো নমিনেশন, তার থেকে একটাও অ্যাওয়ার্ড অভিনেত্রী অন্বেষা হাজরা কি করে না পেয়ে থাকতে পারে। ‘মিঠাই’ ধারাবাহিকের অনুরাগীরা তো অনেকদিন থেকেই এই অ্যাওয়ার্ড শো-কে কথা শোনাচ্ছেন, টানা এতগুলো সপ্তাহ টিআরপি তালিকায় রাজ করা ধারাবাহিকের পরিণতি এটা হবে তা আশা করতে পারেননি দর্শকরা।

Related Articles