বাংলা সিরিয়াল

এবারেও শিঁকে ছিড়লো না জগদ্ধাত্রীর! সোনা রুপার কাছে ঝড়ে উড়ে গেল সুপার কপ, বালিঝড় কে টেক্কা দিয়ে এগিয়ে এলো মিঠাই! প্রকাশিত চলতি সপ্তাহের টিআরপি লিস্ট

বৃহস্পতিবারই মানেই ধারাবাহিক প্রেমীদের দুরু দুরু বুক। এবং অবশ্যই তারকাদেরও চাপা একটা উত্তেজনা কাজ করে। কারণ বৃহস্পতিবার মানেই প্রত্যেকটা ধারাবাহিকের ভাগ্য নির্ধারণের দিন(TRP List)। কোন ধারাবাহিক কত নম্বর পেল কোন ধারাবাহিক একটু এগোল বা পিছোলো সেই নিয়ে তরজা শুরু হয় সোশ্যাল মিডিয়াতে(Social Media)।

তবে এবারেও জগদ্ধাত্রী (Jagadhatri)কোন কিছুই করতে পারল না। সেই এগিয়ে রইল অনুরাগের ছোঁয়া(Anurager Choya)। আর নম্বরের তফাৎটাও মারাত্মক বেশি। প্রথম স্থান কেন সোনা রুপার কপালেই। বেশ কিছুটা পিছিয়ে জগদ্ধাত্রী আটকে রইল দুই নম্বর জায়গাতে।

পাশাপাশি গৌরী এলো নিজেদের পুরনো জায়গাতেই আটকে। তৃতীয় স্থান দখল করেছে গৌরী ঈশান দুজনে মিলে। তবে মজার ব্যাপার এবারে মিঠাই অনেকটাই এগিয়ে এসেছে। বালিঝড়কে টেক্কা দিয়ে একটু একটু করে নিজের পুরনো জায়গা ফিরে পাচ্ছে মিঠাই।

পাশাপাশি নতুন শুরু হওয়া মেয়েবেলাও ভালো জায়গাতেই রয়েছে। তার প্রতিপক্ষ যদিও গৌরী এলো। সেই তুলনায় ভালই নম্বর দখল করে নিয়েছে নিজেদের জন্য। এখন এক নজরে দেখে নেওয়া যাক কোন ধারাবাহিক কত নম্বরে দাঁড়িয়ে রয়েছে…

প্রথম-অনুরাগের ছোঁয়া ৯.৬

দ্বিতীয়-জগদ্ধাত্রী ৮.৭

তৃতীয়-গৌরী এলো ৮.৪

চতুর্থ-খেলনা বাড়ি ৮.৩

পঞ্চম-নিম ফুলের মধু ৭.৮

ষষ্ঠ- বাংলা মিডিয়াম ৭.৬

সপ্তম- রাঙা বউ ৭.৪

অষ্টম- পঞ্চমী/ গাঁটছড়া ৬.৭

নবম- এক্কাদোক্কা ৬.৬

দশম- মেয়েবেলা ৬.৪

পাশাপাশি নন ফিকশন শো গুলিও হাড্ডাহাড্ডি লড়াই করেছে নিজেদের মধ্যে। প্রথম সারেগামাপা (ফাইনাল পর্ব) যার প্রাপ্ত নম্বর ৮.২, দ্বিতীয় সারেগামাপা ৬.১। তৃতীয় স্থানে রয়েছে সুপার সিঙ্গার ৩.৩।

তবে জি বাংলার নতুন ধারাবাহিক গুলির মধ্যে পরিবর্তন এসেছে শুধুমাত্র নিম ফুলের মধু, এবং রাঙা বউয়ের মধ্যে। সোহাগ জল এবং তোমার খোলা হাওয়া কার্যত দাঁড়াতেই পাচ্ছে না সঙ্গে। অন্যদিকে মেয়েবেলা, পঞ্চমী, বাংলা মিডিয়াম ভালোই নিজেদের যাত্রা শুরু করেছে।

Related Articles