বাংলা সিরিয়াল

সোনা-রুপাই ধরে রেখেছে সেরার শিরোপা! একটুর জন্য বেরিয়ে গেল অনুরাগের ছোঁয়া! TRP তে নতুন করে খেলা দেখাচ্ছে মিঠাই, বালিঝড়কে ফুঁ মেরে উড়িয়ে স্লট লিডার জি বাংলার ধারাবাহিক

বৃহস্পতিবার অর্থাৎ আবার দুরু দুরু বুকে অপেক্ষা করছে সবাই। কারণ প্রকাশ্যে ধারাবাহিকের ফলাফলের তালিকা(TRP List)। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এই সপ্তাহের টিআরপি তালিকা। প্রথম জায়গাটা নিয়ে সকলেই নিশ্চিত ছিলেন। কারণ এবারেও স্টার জলসা(Star Jalsha)র অনুরাগের ছোঁয়া(Anurager Choya) ধারে কাছে টিকতে দিল না কাউকে। নিজেই ধরে রেখেছে সেরার শিরোপা। টিআরপি তালিকাতে চোখ রাখলেই দেখা যাচ্ছে এবারও স্টার জলসার থেকে জি বাংলা অনেকটাই এগিয়ে।

তবে জগদ্ধাত্রী থেকে কিছুটাই এগিয়ে রয়েছে ধারাবাহিক। আবার পুরনো স্বমহিমায় ফিরেছে জ্যাস সান্যাল। সেরা পাঁচে খুব একটা রদবদল দেখা যায়নি। তবে নতুন করে প্রথম পাঁচের জায়গায় ফিরে এসেছে রাঙা বউ। কিন্তু জি বাংলার মিঠাই দর্শকদের মন কাড়ছে। বিশেষ করে ধারাবাহিকের নায়িকা ফিরে আসার পর থেকে স্টট লিডার যেন প্রত্যেক সপ্তাহের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। লীনা গাঙ্গুলীর ত্রিকোণ প্রেমকে ফুঁ মেরে উড়িয়ে দিচ্ছে মিঠাই রানী।

এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন ধারাবাহিক কোথায় দাঁড়িয়ে রয়েছে,

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৭)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.০)

তৃতীয়- খেলনা বাড়ি (৭.৫)

চতুর্থ- গৌরী এলো/ নিম ফুলের মধু (৭.৩)

পঞ্চম- রাঙা বউ (৬.৭)

ষষ্ঠ- মেয়েবেলা (৬.১)

সপ্তম- সোহাগ জল (৬.০)

অষ্টম- হরগৌরী পাইস হোটেল (৫.৯)

নবম- বাংলা মিডিয়াম (৫.৮)

দশম- মিঠাই (৫.৭)

#FullList 👇
Week 10▪️▪️
🕠 : গুড্ডি (৩.১) | দিদি No.1 S9 (২.৬)
🕕 : বালিঝড় (৩.৫) | মিঠাই (৫.৭)
🕡 : আলতা ফড়িং[Last Week] (৪.২) | খেলনা বাড়ি (৭.৫)
🕖 : গাঁটছড়া (৫.৮) | জগদ্ধাত্রী (৮.০)
🕢 : মেয়েবেলা (৬.১) | গৌরী এলো (৭.৩)
🕗 : বাংলা মিডিয়াম (৫.৮) | নিম ফুলের মধু (৭.৩)
🕣 : পঞ্চমী (৬.৩) | রাঙা বউ (৬.৭)
🕘 : এক্কা দোক্কা (৫.৪) | সোহাগ জল (৬.))
🕤 : অনুরাগের ছোঁয়া (৮.৭) 👑 | তোমার খোলা হাওয়া (৪.০)
🕙 : হরগৌরী পাইস হোটেল (৫.৯) | ইচ্ছে পুতুল (৪.০)
🕥 : গোধূলি আলাপ (৩.২) | মন দিতে চাই (৩.৬)
🕚 : রাধাকৃষ্ণ (১.৫) | শ্রীকৃষ্ণ লীলা (২.৩)
NON FICTION ⬇️
ঘরে ঘরে জি বাংলা (১.৩)
ড্যান্স বাংলা ড্যান্স (৭.১)
দিদি No.1 [সানডে ধামাকা] (৬.৭)
Super Singer S4 (৩.৬)

আলতা ফড়িং শেষ সপ্তাহেও তেমন কোন বড় ম্যাজিক দেখাতে পারেনি। বিশেষ করে গল্পের বাঁধন অনেকদিন আগেই হারিয়ে গেছে। যে কারণে বহু দর্শক ধারাবাহিক দেখাও বন্ধ করে দিয়েছিল। তাই শেষ সপ্তাহ তেমন পরিবর্তন দেখা যায়নি।

তবে ভালো ফলাফল করেছেন ননফিকশন শো গুলি। আর সেদিকেও জি বাংলায় এগিয়ে। প্রথম ডান্স বাংলা ডান্স (৭.১) ,দ্বিতীয় নাম্বার ওয়ান সানডে ধামাকা (৬.৭)।

Related Articles