Storiesবাংলা সিরিয়াল

বাঙালি নন কিন্তু রাজত্ব করছেন বাংলার ধারাবাহিক জগতে! জিতে নিয়েছেন প্রচুর দর্শকের মন, জানুন এই ৬ জন অভিনেতা-অভিনেত্রী সম্পর্কে

বাংলা ধারাবাহিক জগতে এত অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যা হয়তো গুণে শেষ করা যাবে না। চারিপাশে খালি নতুন মুখের সমাহার। যদিও এত অসংখ্য অভিনেতা অভিনেত্রীর মধ্যে সবাই কিন্তু বাঙালি নন। ইন্ডাস্ট্রিতে এমন বহু অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যাঁরা বাঙালি নন কিন্তু তাঁদের বাংলা বলা, কথা বলার ধরন, অভিনয়ে কোন কিছুতেই বাঙালি না হওয়ার ছাপ খুঁজে পাওয়া যায় না। উল্টে অভিনয়ের মাধ্যমে মন জয় করে নিয়েছেন বাংলার দর্শকদের। আমরা আজকে আপনাদের এমনই কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর কথা জানাবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক।

১) পল্লবী শর্মা : বাংলা ধারাবাহিক জগতে জবা নামে সর্বাধিক পরিচিত এই অভিনেত্রী। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’ এ জবার ভূমিকায় কাজ করেছিলেন তিনি। অভিনেত্রী কিন্তু বাঙালি নন কিন্তু বাংলা ধারাবাহিক জগতের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। বর্তমানে এই অভিনেত্রীকে আমরা জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে পর্ণার ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Pallavi Sharma (@pallavi_ps_official)

২) ঋষি কৌশিক : এই নামটি বর্তমানে বাংলা ধারাবাহিক জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজনের। একজন অসমীয়া হওয়া সত্ত্বেও বাংলা ধারাবাহিক জগতে দাপিয়ে কাজ করেছেন ঋষি। শুধু কি ধারাবাহিক বাংলা সিনেমা এমনকি ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। আবার ভারত‌ ছাড়াও বাংলাদেশেরও একটি নাটকে কাজ করেছেন ঋষি। অসমীয়া এক ছেলের দক্ষতা সত্যিই প্রশংসনীয়। ‌

 

View this post on Instagram

 

A post shared by Rishi Kaushik (@rishikaushikofficial)

৩) শ্বেতা মিশ্র : আগে বেশ কিছু ধারাবাহিককে অভিনয় করলেও একটি ধারাবাহিকে প্রথম নেতিবাচক চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন শ্বেতা। তবে জানেন কি তাঁর জন্ম উত্তরপ্রদেশে। বাঙালি নয় মারোয়ারি পরিবারে জন্ম তাঁর। কিন্তু এর পরেও সুদক্ষ বাংলা উচ্চারণ, অভিনয় দক্ষতা সবটা দিয়ে বাংলা ধারাবাহিক জগতে চুটিয়ে কাজ করছেন। বর্তমানে এই সুন্দরী অভিনেত্রীকে আমরা দেখতে পাচ্ছি জি বাংলার ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে।

 

View this post on Instagram

 

A post shared by Sweta Mishra (@aamactor)

৪) ক্রশল আহুজা : অবাঙ্গালী হওয়া সত্ত্বেও ‘রানু পেল লটারি’ ধারাবাহিকের হাত ধরে প্রথম বাংলা ধারাবাহিকে পদার্পণ করেন ক্রশল। এরপর থেকে বিভিন্ন বাংলা ধারাবাহিকে কাজ করেছেন। শুধু তাই নয় পা রেখেছেন বলিউডের হিন্দি ধারাবাহিকের জগতেও।

 

View this post on Instagram

 

A post shared by Subhadip Samanta (@subhadipsamanta)

৫) নেহা আমনদীপ : নাম শুনেই বুঝতে পারবেন অভিনেত্রী বাঙালি নন। পাঞ্জাবি পরিবারের মেয়ে তিনি। কিন্তু তা সত্ত্বেও বাংলা ধারাবাহিক জগতে প্রথম অভিনয় করেই চূড়ান্ত জনপ্রিয়তা অর্জন করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Neha Amandeep (@nehaamandep)

৬) অ্যানমেরি টম : বাঙালি নন মালয়ালি বংশে জন্মগ্রহণ করেছেন তিনি। তবে একদম ছোট থেকে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মামার বাড়িতেই বড় হয়েছেন এই অভিনেত্রী। ফলে বাংলার প্রতি তার ভালবাসা রক্তে না হলেও হৃদয় থেকে। স্টার জলসার গ্রামের রানী বীণাপাণি ধারাবাহিকের হাত ধরে প্রথম বাংলা অভিনয় জগতে পা রেখেছেন তিনি। প্রথম ধারাবাহিকেই বাজিমাত করে সকলের মন জয় করেছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Annmary Tom (@tomannmary)

Related Articles