বাংলা সিরিয়াল

‘মনের টানে মায়ের কাছে’-মিঠি লুকেই লেক কালীবাড়ি মন্দিরে পুজো দিতে ছুটলেন সৌমিতৃষা? মিঠাই তেও কি এই ট্র্যাক আসবে দর্শকদের মনে উঠছে প্রশ্ন!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। এক দুবার নয় প্রায় ৫৬ বারেরও বেশি বার এই ধারাবাহিক বঙ্গ সেরা হয়েছে। মিঠাই ধারাবাহিকের দৌলতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ও সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রায়। এই ধারাবাহিকের আগেও সৌমিতৃষা লিড রোলে অভিনয় করেছেন, তার অভিনীত সেই ধারাবাহিকের নাম হলো কনে বউ। কিন্তু মিঠাই ধারাবাহিক এতটাই জনপ্রিয় হয়েছে যে সৌমিতৃষা এখন সকলের কাছে মিঠাই নামেই পরিচিত।

সৌমিতৃষা ও আদৃত অভিনীত মিঠাই বর্তমানে ডাবিং হয়ে আফ্রিকার চ্যানেলেও দেখানো হচ্ছে। এই ধারাবাহিকের নাম হয়েছে ইটস নট ইজি টু লাভ। স্বাভাবিকভাবে এই ধারাবাহিকের ফ্যান ফলোয়ার্স দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। ধারাবাহিকের সেই সকল অনুরাগীরা প্রতিটা বিষয়ের খুঁটিনাটির দিকে নজর রাখেন।

কোন দিন মিঠাই কে দেখানো হলো কোন দিন মিঠাইকে দেখানো হলো না, মিঠাইয়ের প্রোমো দিয়েও মিঠাইকে দেখানো হলো না কেন বা কেন সিদ্ধার্থের মনে আর মিঠাই জায়গা নেই এই সমস্ত বিষয় নিয়ে তারা আলোচনা করেন প্রত্যেকটা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায়। এত বিপুল সংখ্যক মানুষ মিঠাই নিয়ে আলোচনা করেন যে মনে হয় এই ধারাবাহিকটা কোন ধারাবাহিক নয় কিছু মানুষের বেঁচে থাকার রসদ ‌।

আসলে অন্যান্য ধারাবাহিকের তুলনায় এই ধারাবাহিক বেশ ভিন্ন ধরনের। এই ধারাবাহিকের গল্পের মধ্যে কোনরকম কূটনৈতিক ব্যাপার স্যাপার দেখানো হয় না, অন্যান্য ধারাবাহিকে যেমন দেখানো হয় ভাই ভাইয়ের শত্রু বোন বোনের শত্রু তেমনটা এই ধারাবাহিকে দেখানো হয় না এই ধারাবাহিকে যৌথ পরিবারের একটা বন্ডিং দেখানো হয় যেটা বেশ ইউনিক। ‌‌

সম্প্রতি মিঠাই ধারাবাহিকের অভিনেত্রী সৌমিতৃষা মিঠি লুকে কলকাতার লেক কালীবাড়ি মন্দিরে গিয়েছিলেন। সেখানে মায়ের মন্দিরে পূজো দিয়ে ছবি দেন অভিনেত্রী, ক্যাপশনে তিনি লিখেছিলেন, মনের টানে মায়ের কাছে।- এই ছবিতে প্রচুর মানুষ লাইক কমেন্ট করেছেন অনেকেই আবার জানতে চেয়েছেন যে মিঠাইতে এরকম কোন ট্রাক আসছে কিনা?

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Related Articles