বাংলা সিরিয়াল

ব্রজধাম বৃন্দাবনে মিঠাইরানী যেন ‘রাধারানী’! গোলাপ মালা পরে ভক্ত ভীড়ে পা মেলালেন সৌমিতৃষা

জন্মদিনে কোথায় যাচ্ছেন সৌমিতৃষা(Soumitrisha Kundu) সেই দিয়ে তার ভক্তদের মধ্যে কম জল্পনা ছিল না। তবে অবশেষে নিজের জন্মদিনের দিনেই খবর সামনে এলো। মিঠাই নিজেই নিজের ট্যুরের ঝলক শেয়ার করেছেন সামাজিক মাধ্যমের(Social Media) পাতায়। উপলক্ষে কাজ আগেভাগে সেরে নিয়ে টানা তিন দিনের ছুটি নিয়েছেন তিনি। আর সেই ছুটি কাটাতে চলে এসেছেন ব্রজধাম বৃন্দাবনে। সঙ্গে বাবা মা।

রাধা কৃষ্ণের মন্দিরে পুজো দিতে যাবার ছবি শেয়ার করে নিয়েছেন। মন্দির দর্শনের জন্য বেছে নিয়েছিলেন হলুদ রঙের সালোয়ার। গলায় গোলাপের মালা। আর বাকি পাঁচজন সাধারণ ভক্তের মতোই ভিড় ঠেলে মন্দির পৌঁছলেন তিনি। নিজেকে প্রিয় গোপালের কাছেই সঁপে দিলেন জন্মদিনে।

মন্দিরের ভেতরে থাকা রাধা কৃষ্ণের ভিডিও ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন সৌমিতৃষা। তবে সেই ভিডিওতে এক ব্যক্তি লিখেছেন,’ গোপালের ডাকে রাধারানী পৌঁছে গেল পূণ্যধামে। রাধে রাধে’। অপর একজন লিখেছেন,’ জানিনা কেন তোমাকে এভাবে দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছে। তোমাকে এরকম একটা পূণ্য স্থানে দেখার মধ্যে আলাদাই একটা শান্তি আছে। তোমার ভালো হোক। ভালবাসা।’

সোশ্যাল মিডিয়াতে বহু মানুষের থেকে ভালোবাসা পেয়েছেন সৌমি। আর জন্মদিনের সেই ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে উঠেছে। লাখলাখ মানুষের মন জয় করে সোশ্যাল মিডিয়াতে যেকোনো বলিউড হিরোইনের মতোই জনপ্রিয় তিনি। তবে তিনি নিজে যেমন সকলকে নিয়ে থাকতে ভালোবাসেন তেমনি তার ধারাবাহিকের চরিত্র মিঠাই।

সেও জনপ্রিয়তার দিক থেকে যেকোনো ধারাবাহিকের থেকে এগিয়ে। যদিও মাঝে কয়েকদিন গল্পের পরিবর্তনের জন্য মিঠাইয়ের বদলে মিঠিকে পেয়েছিলেন দর্শক। যে কারণে অবশ্য টিআরপি তালিকাতে বেশ কিছুটা তলিয়ে গিয়েছিল এই ধারাবাহিক। তবে আবার মিঠাই ফিরতেই বালি ঝড়কে ঝড়ো হাওয়াতে উড়িয়ে দিয়েছে ধারাবাহিক। তলানি থেকে উঠে এসেছে ওপরে।

২০১৬ সালে ‘এ আমার গুরুদক্ষিণা’তে অভিনয়ের মধ্যে দিয়ে অভিনয় জগতে আসেন সৌমিতৃষা। তারপর ‘জয় কালী কলকাত্তাওয়ালী’, ‘অলৌকিক না লৌকিক’, ‘কোনে বউ’ ইত্যাদি ধারাবাহিকে দেখা গেছে তাকে। তবে মিঠাই ধারাবাহিক একটা ইতিহাস সৃষ্টি করেছে। এই ধারাবাহিকে অভিনয় করে তিনি যে ভালবাসা পেয়েছেন তা কম হিরোইনের ভাগ্যেই জোটে।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Related Articles