বাংলা সিরিয়াল

‘ঠিক সিনেমার মত’! স্কুল যাবার পথে গয়নার বিজ্ঞাপন দেখে নায়িকা হওয়ার স্বপ্ন দেখতে দেখতে আজ নিজেই নায়িকা সুস্মিতা! জীবন যেন গল্প মেনে নিলেন ‘পঞ্চমী’

ছোটবেলা থেকেই যখন টিভির পর্দায় সুপারস্টারদের দেখতেন তখন মনের কোন একটা ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। আসানসোলেই বড় হওয়া সুস্মিতা দে’র(Sushmita Dey)। একদিন স্কুল যাবার পথে গয়নার বিজ্ঞাপনে চোখ আটকে যায়। সেখান থেকেই নায়িকা হওয়ার স্বপ্নটা আরও বেশি করে চাগার দিয়ে ওঠে তার। তবে পরীক্ষার সময় ঠাকুর নয়, দেবের মুখ দেখতেন অভিনেত্রী।

হঠাৎ করেই যেন কোথা থেকে কি হয়ে গেল। আসানসোলের এক মেকআপ শিল্পীর হাতে সেজে মডেলিং জগতে এলেন সুস্মিতা। এখান থেকেই এলো প্রথম কাজের সুযোগ। যদিও সেই মঞ্চ তাকে পরিচয় করিয়েছিল তার মনের মানুষের সঙ্গে। যার হাত থেকে একটা সময় সৌন্দর্য প্রতিযোগিতার সেরা মুকুট পড়েছিলেন সেই অনির্বাণ রায় আদপে সুস্মিতার মনের মানুষ। এরপর একটার পর একটা কাজ করেছেন তিনি।

বর্তমানে পঞ্চমী(Panchami) ধারাবাহিকে যে অভিনয়টা তিনি করছেন তাতে তার জনপ্রিয়তা নতুন করে বলার আর কিছু নেই। সব মিলিয়ে তার স্বপ্নটা যেন একটু একটু করে পূরণ হচ্ছে। পঞ্চমী ধারাবাহিকটা তার কাছে একটু বেশি স্পেশাল। কারণ এখানে বেশি সাজগোজের ব্যাপার নেই। যে জিনিসটা তার খুব পছন্দের। পাশাপাশি চরিত্রটার মধ্যে একটা ব্যাপার আছে। কিন্তু এই চরিত্রকে অভিনয় করতে গিয়েই মাঝেমধ্যে ট্রোলের মুখে পড়তে হচ্ছে সুস্মিতাকে। অভিনেত্রী কিন্তু বেশ শক্ত মনের দিক থেকে। জানিয়েছেন,’ ভালো খারাপ দর্শক যাই বলুন সমস্যা নেই। সমালোচনা করছেন মানে আমার কাজ তারা দেখছেন। এতেই আমি খুশি’।

করতে গিয়ে বারবার বেশ বিপদের মুখে পড়তে হয় তাকে। যেমন কদিন আগে পঞ্চমী ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে নায়ক রাজদীপ গুপ্তর কোল থেকে ছিটকে পড়ে গিয়েছিলেন তিনি। বেশ ভালো মতো চোট পেয়েছিলেন আবার। আবার প্রথম দিন শুটিং করতে গিয়ে নখ উপড়ে গিয়েছিল। এতে যদিও তার শুটিংয়ে কোন সমস্যা হয়নি।

সুস্মিতা জানিয়েছেন রাজদীপ বেশ মজার মানুষ। প্রত্যেকটা শুটিং সেটে একজন করে থাকেন মজার লোক। রাজদীপ এক্ষেত্রে সেই রকম। তবে এতগুলো ধারাবাহিক ‘অপরাজিতা অপু’, ‘বৌমা এক ঘর’, ‘পঞ্চমী’ এতগুলো ধারাবাহিক অভিনয় করে অনেক কিছু শিখেছেন তিনি। আগে খুব একটা কথা বলতেন না তবে এখন ঠোঁটের গোড়ায় প্রশ্ন আসার আগেই উত্তর তৈরি থাকে তার। পাশাপাশি অন্যায় দেখলে প্রতিবাদ করতে শিখে গেছেন অভিনেত্রী।

কিন্তু যদি অভিনেত্রীর না হতেন তাহলে কি করতেন সুস্মিতা? তার জবাব দিয়েছেন নিজেই, জানিয়েছেন, যদি অভিনয় জগতে না আসতেন তাহলে ইঞ্জিনিয়ার হতেন আর সেই মতোই পড়াশোনা করছিলেন। কিন্তু জানতেন কখনো না কখনো তার স্বপ্নটা পূরণ হবেই। এখন রাস্তাঘাটে বেরোলে লোকজন চিনতে পারে। পুজো প্যান্ডেলে গেলে লোকজন ঘিরে ধরে। কোথাও অনুষ্ঠান করতে গেলে মাঠভর্তি দর্শক তার জন্য অপেক্ষা করেন তার জীবনটা যেন একটা গল্প। আসানসোলের মেয়ের স্বপ্ন সত্যি হওয়ার গল্প।

Related Articles