বাংলা সিরিয়াল

মিঠি আর সিদ্ধার্থ আসলে গোধূলি আলাপের লাইট ভার্সন! সোশ্যাল মিডিয়ায় লিখলেন এক নেটিজেন!

স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক হলো গোধূলি আলাপ। এই ধারাবাহিকে অসম বয়সী সম্পর্ক এবং অসমবয়সী দাম্পত্যকে দেখানো হয়। এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন কৌশিক সেন এবং নায়িকার চরিত্রে অভিনয় করছেন সোমু সরকার।

এই দুই চরিত্রের নাম ধারাবাহিকে অরিন্দম ও নোলক, এই ধারাবাহিকে দেখানো হয় মধ্যবয়সী এডভোকেট অরিন্দমের সাথে নোলকের অসম বয়সী গল্পের কথা। ভাগ্যচক্রে এই দুজনের বিয়ে হয়ে যায় এবং তারপর শুরু হয় মধ্যবয়স্ক একজন মানুষ এবং তার ছোট্ট বাচ্চা বৌয়ের প্রেম কাহিনী। দুজনের সম্পর্কের মধ্যে নানা জটিলতা এবং দুজনের মধ্যে প্রেম ভালবাসাও দেখানো হয়েছে- শুরুর দিকে প্রচুর মানুষ এই ধারাবাহিকের গল্প পছন্দ না করলেও বর্তমানে এই ধারাবাহিকের বেশ জনপ্রিয়তা রয়েছে।

এরকম অসমবয়সী সম্পর্ক এবং দাম্পত্যের কথা এরপর অন্যান্য ধারাবাহিক ও দেখানো হয় যেমন মিঠাই তেই রুদ্রনীপার সম্পর্কের কথা বলা যেতে পারে দুজনের বয়সের মধ্যে অনেক তফাৎ রয়েছে তাই একসময় সমালোচকরা বলতেন রুদ্র নীপা গোধূলী আলাপের লাইট ভার্সন।

সম্প্রতি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই তে আবার দেখানো হচ্ছে যে মিঠাই মারা গিয়েছে গল্প বেশ কয়েক বছর এগিয়ে গেছে, মিঠাই আর সিদ্ধার্থর ছেলের বয়স এখন সাত আট বছর। অন্যদিকে মিঠি বলে একটি চরিত্রকে দেখানো হচ্ছে যে বড়লোক বাবার একমাত্র মেয়ে তাকে ছোটো মেয়ে হিসেবেই দেখানো হচ্ছে।

দর্শকরে এটা দেখে মনে করছেন এদের মধ্যে প্রেম দেখানো হবে আর মিঠি সিদ্ধার্থের মধ্যে বয়সের অনেকটাই যেহেতু ফারাক তাই একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মিঠাই ‘তে আপনারা দেখতে চলছেন এক ছেলের বাবা ও কচি খুকির অসম বয়সী প্রেম কাহিনী। এ যেন গোধূলি আলাপ লাইট ভার্সান।

Related Articles