বাংলা সিরিয়াল

কাঁটা দিয়ে কাঁটা তুলছে পর্ণা! এবার নিজের স্বামীকে ছিনিয়ে নিতে কাপালিনীর বেশে হাজির সে! নতুন প্রোমো দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন দর্শক

একজন নায়কের হয় দুটো তিনটে করে বউ। আর নয় তো বউ থাকতেও অন্য মহিলার নায়কের প্রতি আকর্ষণ। এছাড়া আবার একসময় বউ ছিল এমন মহিলা চরিত্রের আগমন। নয়তো বউ হতে পারতো এমন মহিলা চরিত্রের এন্ট্রি। বাংলার ধারাবাহিক এইসব দেখাতে দেখাতে দর্শক মহলে নিজেদের নিয়ে একটা আলাদাই রকমের তৈরি করে ফেলেছে। এসবের মাঝে একটা টুকরো গল্প নিয়ে এসেছে জি বাংলার ‘নিম ফুলের মধু’।

খুব বেশিদিন হয়নি যে ধারাবাহিকটি শুরু হয়েছে। কিন্তু এর মধ্যেই সৃজন এবং পর্ণার রসায়ন বেশ পছন্দ হয়েছে দর্শকের। এই ধারাবাহিকে সৃজন অর্থাৎ নায়কের ভূমিকায় অভিনয় করছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ রুবেল দাস। একই সাথে পর্ণার চরিত্রে আমরা দেখতে পেয়েছি ‘কে আপন কে পর’ ধারাবাহিক খ্যাত জবা ওরফে অভিনেত্রী পল্লবী শর্মাকে। প্রথম থেকে ধারাবাহিকটি শুরু হয়েছে একেবারে মধ্যবিত্ত দুটি পরিবার অথচ শিক্ষিত এবং সেকেলে মানসিকতার বিভেদ নিয়ে।

পর্ণা একটি মধ্যবিত্ত কিন্তু শিক্ষিত বাড়ির মেয়ে যে পেশায় একজন সাংবাদিক। অন্যদিকে যে বাড়িতে তার বিয়ে হয়েছে অর্থাৎ দত্ত বাড়ি একেবারেই সেকেলে ধ্যান ধারণার। যার ফলে শ্বশুরবাড়িতে চারদিক থেকে সে একেবারে পিষে যাচ্ছে। তবে নিজের লড়াই ঠিকই চালিয়ে যাচ্ছে সে। তবে ধারাবাহিকের নায়ক নায়িকা বাদ দিলে আরেকটি চরিত্র বেশ মনে ধরেছে দর্শকদের। আর সে হলো আর কেউ নয় বাবুর মা।

সে একেবারে একদম মধ্যবিত্ত প্রাচীন ধ্যান ধারণার দজ্জাল শাশুড়ি। এর সাথে পাঙ্গা নিতে নিতেই পর্ণার জীবনের সমস্যা তৈরি করার জন্য এসেছে তিন্নি। সে হলো জায়ের বোন। তবে দিদির শ্বশুরবাড়িতে তিন্নি এসেছে নিজের তালে। সৃজন আর পর্ণাকে আলাদা করবার জন্য সব রকম চেষ্টা করছে এই তিন্নি। তাকে জব্দ করতেই ঠাকুমার পরামর্শ মত সতীন কাঁটা ব্রত রেখেছিল পর্ণা। কিন্তু সেসব ছিল ষড়যন্ত্র।

এরই মধ্যে জি বাংলা ধারাবাহিকটির নতুন প্রমো নিয়ে এলো। এরই মধ্যে দেখানো হলো বিয়ের আসরে সৃজন যখনই তিন্নির সিঁথিতে সিঁদুর দিতে গেল তখনই দমকা হাওয়ায় সবটাই পড়ে গেল। আর একেবারে রংমূর্তি ধারণ করে হাজির হলো পর্ণা। সে সেই বলছে, ‘এই বিয়ে হবে না’। এই প্রমো দেখে সোশ্যাল মিডিয়ার মানুষ একেবারে হেসে গড়াগড়ি খেয়েছেন। মাত্র ১০ মিনিটের মধ্যে আড়াই হাজারেরও বেশি মানুষ রিয়াক্ট করেছিলেন ভিডিওটিতে।

Related Articles