বাংলা সিরিয়াল

এক্কা দোক্কা নাম না দিয়ে কুটকাচালি নাম দেওয়া উচিত ছিল, এটা আসলে বধূ নির্যাতনের সিরিয়াল! এখনই বন্ধ হোক! রাধিকার উপর অমানুষিক অত্যাচার দেখতে দেখতে রাগে গর্জে উঠলেন দর্শকরা

যত দিন যাচ্ছে স্টার জলসার(Star Jalsha) ধারাবাহিক এক্কাদোক্কার(Ekka Dokka) উপর দর্শক তত ক্ষেপে উঠছেন। কেউ কেউ তো ধারাবাহিকের পোস্ট দেখলেই সেখানে গর্জে উঠছেন রাগে। বিয়ে হয়ে আসার পর থেকে রাধিকার উপর পোখরাজের পরিবার যেভাবে মানসিক এবং শারীরিক অত্যাচার চালিয়ে যাচ্ছে তা দেখতে দেখতে বিরক্ত দর্শক।

প্রশ্ন তুলেছেন এটা কোন মধ্যযুগের বর্বরতা দেখানো হচ্ছে বাংলা ধারাবাহিকের নাম করে। এমনকি সিরিয়ালের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের(Leena Ganguly) মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। নেটিজেনদের একাংশের মতে আসলে ওই লেখিকা নিজে এইসব পারিবারিক হিংসার শিকার। সেই কারণে তার লেখা এই সব বর্বরতা ফুটে উঠছে। শুধু তাই নয় কোন ভদ্র শিক্ষিত পরিবারে এমন অসভ্যের মতো ব্যবহার করা হয় সেই নিয়ে উঠেছে একাধিক মন্তব্য।

আর ধারাবাহিক এমন অভিনয়ের কারণে তারকাদের প্রতিও ক্ষোভ জন্মেছে একাংশের। সেই হিংসা ছড়িয়ে পড়েছে তারকাদের সোশ্যাল সাইটেও। কিন্তু এত কিছুর পরেও কিছু ভক্ত পাশে থেকেছে ধারাবাহিকের। রাধিকার পাশে পোখরাজের স্ট্যান্ড নিও অনেকে প্রশংসা করেছেন। সোজা কথায় ধারাবাহিককে নিয়ে দুটি দল ভাগ হয়ে গিয়েছে।

যাদের মধ্যে অধিকাংশ চাইছে ইতিমধ্যে এই ধারাবাহিক বন্ধ করা হোক। না হলে গল্পের মোড় ঘোরানো হোক। এই ধারাবাহিক বধূ নির্যাতনের প্রমোশন করছে। যে সমস্ত মেয়েরা নতুন জীবনের কথা ভাববে তারাই ধারাবাহিক দেখার পর আর সে সিদ্ধান্ত নেবে কিনা সেই নিয়েও বেশ কিছু মানুষ প্রশ্ন তুলেছেন। তবে টিআরপি তালিকাতে চোখ রাখলে দেখা যাচ্ছে হাজার বিতর্কের পরেও হে ধারাবাহিক নাম তুলে রেখেছে সেখানে। তবে সেটা কতদিন জানালে। এখন দেখার দর্শকদের চাহিদাকেই কি প্রাধান্য দেয় লেখিকা। নাকি নিজের মতো করেই এগিয়ে নিয়ে যাবে গল্পের প্লট।

Related Articles