বাংলা সিরিয়াল

মিঠাই-দীপাসহ বয়সে ছোট হয়েও মায়ের চরিত্রে অভিনয় করে মন জিতেছেন এই ৫ বাংলা সিরিয়ালের অভিনেত্রী

বাংলা ধারাবাহিক(Bengali Serial) মানেই একটা পরিবার। যে পরিবার প্রমোশন নিজের পরিবারের সদস্য হয়ে ওঠে। আর বাংলা সিরিয়ালের এই অভিনেত্রীরা নিজেদের গুনে দর্শকদের মনে চাহিদা করে নেন। বর্তমানে মিঠাই (Mithai)দীপার(Dipa) মত আরো অন্যান্য নায়িকারা স্ত্রী ,বৌমার চরিত্রের পাশাপাশি মায়ের (Mother Role)চরিত্রে নজর কেড়েছেন। অথচ এদের বয়স যে খুব একটা বেশি এমনটা নয়। অধিকাংশ ক্ষেত্রেই তারা অবিবাহিত কিংবা বয়সে অনেকটাই ছোট। তারপরেও নিজেদের অভিনয় দক্ষতা দিয়ে ফুটিয়ে তুলেছে চরিত্রগুলিকে।

চরিত্রের প্রয়োজনে গল্পের সঙ্গে নিজেদের এত ভালোভাবে খাপ খাইয়ে নিতে পেরেছেন তারা যে এই পাঁচটি চরিত্র বাংলা সিরিয়াল প্রেমীদের মনে গেঁথে গিয়েছে।

মিঠাই(Mithai) : প্রথমেই আসা যাক বাংলার জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে অন্যতম মিঠাইয়ের কথায়। ধারাবাহিকের প্রধান চরিত্র সৌমিতৃষা কুন্ডু প্রথমে স্ত্রী ,তারপর বৌমা, নাত বৌ, বৌদি একাধিক চরিত্রের মন জয় করার পর নজর কেড়েছে শাক্যর মায়ের চরিত্রে অভিনয় করে। বর্তমানে মিঠি হয়ে তিনি খেয়াল রাখছেন মায়ের মত। এত সাবলীল ভাবে মায়ের চরিত্র সে ফুটিয়ে তুলেছে যে দর্শকরা চোখ ফেরাতে পারছে না।

দীপা(Dipa) : বাংলা ধারাবাহিকের আরেক সেরা মা হিসেবে নাম উঠে এসেছে দীপার। অনুরাগের ছোঁয়া ধারাবাহিক লিড হিসেবে তার এটি প্রথম ধারাবাহিক। প্রথম থেকেই দারুন জনপ্রিয়তা পাচ্ছেন স্বস্তিকা ঘোষ। দিপা চরিত্রটি অনেকের পছন্দ। বেশ কিছুদিন আগেই তার কোল জুড়ে এসেছে তুই যমজ মেয়ে সোনা এবং রূপা। কিন্তু পর্দায় ছোট মেয়েদের সঙ্গে তার কেমিস্ট্রি চোখে পড়ার মতো।

মিতুল(Mitul) : জি বাংলার ধারাবাহিক খেলনা বাড়ি সিরিয়ালটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। সেই ধারাবাহিকের প্রধান চরিত্র মিতুলের ভূমিকায় অভিনয় করছেন আরাত্রিকা মাইতি। ধারাবাহিকের শুরু থেকেই গুগলি নামের একটি মিষ্টি মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

উর্মি (Urmi): বেশ কিছুদিন আগে নিজের যাত্রা শেষ করেছেন এই পথ যদি না শেষ হয় ধারাবাহিককের প্রধান চরিত্র উর্মি। যা নিয়ে বেজায় মন খারাপ তার ভক্তদের। তবে সিরিয়াল শেষের আগে উর্মির সন্তান আগমনে সুখবর পেয়েছিলেন দর্শকেরা। যদিও ধারাবাহিকে শিশুদের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে অন্বেষাকে। এবং সেখানে যে সাবলীল ভাবে নিজেকে মেলে ধরেছিল সে তার প্রমাণ আগেই পেয়েছেন দর্শকেরা। তাই মায়ের চরিত্রে অভিনয় করতেও যে উর্মি পোক্ত সে ব্যাপারে নিশ্চিত তার অনুরাগীরা।

গুনগুন(Gungun) : অপর একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন তৃণা সাহা। খোকাবাবু ,কলের বউ, খড়কুটোর মত ধারাবাহিকে নজর কেড়েছেন তৃণা সাহা। যদিও তার অভিনয় দক্ষতা নিয়ে কখনোই প্রশ্ন তোলেননি দর্শকেরা। তবে খড়কুটোর শেষ ভাগে প্রেগনেন্ট গুনগুনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এক পুত্র সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু হয়েছে তার।

Related Articles