বাংলা সিরিয়াল

মা সামান্য বকাবকি করলেও বাবা কোনদিন বকাঝকা করত না,বাবার কথা বলতে গিয়ে ক্যামেরার সামনেই কেঁদে ভাসালেন রচনা, ঝর ঝর করে নেমে এলো জলের ধারা

পরিবারে বাবা হলো বটবৃক্ষের মতো। যিনি যাবতীয় বাহ্যিক শোক তাপ দুঃখ সবকিছু থেকে আমাদের ঢেকে রাখেন শীতল ছায়ার বন্ধনে। সকলের কাছেই বাবার জন্য একটা আলাদা স্থান হয়। আর বাবা মেয়ের সম্পর্কের কথা যদি ওঠে তাহলে বলতে হয় এই পৃথিবীতে সব থেকে বেশি সম্পর্কের টান রয়েছে এর মধ্যে।

আর এবার বাবার কথা বলতে গিয়েই ক্যামেরা সামনে কেঁদে ভাসিয়ে ফেললেন রচনা ব্যানার্জি(Rachana Banerjee)। চোখ থেকে নেমে এলো ঝরঝর করে জলের ধারা। অকপটে স্বীকার করে নিলেন ঝুমঝুম ব্যানার্জি থেকে রচনা ব্যানার্জি হয়ে ওঠার যে রাস্তাটা সেখানে সব থেকে বড় অবদান তার বাবা রবীন্দ্রনাথ ব্যানার্জীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী রচনা ব্যানার্জি কথা বলেছেন তার প্রয়াত বাবার সম্পর্কে(RachanaBanerjee’s Father Death)। কথা বলতে গিয়েই জানান বাবার কথা চিন্তা করলেই চোখ দিয়ে জল এসে যায়। অভিনেত্রী স্বীকার করে নিয়েছেন বাবা এবং মায়ের একমাত্র সন্তান তিনি। তাই ভীষণ আদরের ছিলেন তিনি। মা সামান্য বকাঝকা করলেও তার বাবা কোনদিন বকাঝকা করতেন না। বরং সব সময় আগলে রাখতেন।

কথা প্রসঙ্গে রচনা আরো বলেন এই যে এত সাফল্য এত দর্শকদের ভালোবাসা পাওয়ার কারণ এই সবকিছুর পেছনে রয়েছে তার বাবার অবদান। জীবনের সবথেকে বড় গাইডেন্স যদি তিনি পেয়ে থাকেন তাহলে সেটা বাবার থেকেই। এমনকি চলার পথে যেটুকু পেয়েছেন সব অবদান তার বাবার।

এরপরেই চোখ ভিজে আসে রচনার। গলা ভারী হয়ে আসে কান্নায়। আর ভারী গলাতেই বলতে থাকেন এখনো বাবার সান্নিধ্যে আছেন যাদের জীবনে এখনো বাবা আছেন তারা সত্যিই খুব লাকি। ব্যাস আর আটকে রাখতে পারেননি নিজেকে। কান্নায় ভেঙে পড়েছেন রচনা। সবশেষে সাক্ষাৎকারে অভিনেত্রী জানান ধরে চলা বাবাকে সাথে পাওয়া যে জীবনে কত বড় আশীর্বাদ তা হয়তো অনেকেই বুঝতে পারেনা।

উল্লেখ্য, সম্প্রতি দেব (Dev)হাজির হয়েছিলেন রচনা ব্যানার্জীর জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ানে(Didi No1)। সেখানে বাবা এবং সন্তানের সম্পর্কের সমীকরণ নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি প্রজাপতি(Projapoti) তার প্রচারের কাজে এসেছিলেন তিনি। এই ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে নিজের বাবার কথা মনে করছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি।

 

View this post on Instagram

 

A post shared by Bengal Talkies (@bengaltalkies)

Related Articles