বাংলা সিরিয়াল

সিড-মিঠাইয়ের পুত্র শাক্যর কতগুণ জানেন? পাঁচটি ভাষায় গান গেয়ে গেয়ে ফেলেছে ইতিমধ্যে এই খুদে, নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানিয়েছেন টুইটে, প্রশংসায় পঞ্চমুখ বাংলার মহারাজ

দাদাগিরির(Dadagiri) মঞ্চে সকলের সামনে গিটার হাতে গান গেয়েছিল ‘জীবনে কি পাব না’। এই গান গেয়েই সবাইকে মুগ্ধ করেছিল সিড এবং মিঠাইয়ের ছেলে শাক্য। তবে তার রয়েছে আরো গুণ। সত্যি কথা বলছে পর্দার শাক্যর (Dhritishman Chakraborty) জন্য সত্যি একটি কথাই একদম পারফেক্ট ‘ছোটা প্যাকেট বড়া ধামাকা’। কেন বলছি? জানুন তবে।

বয়স মাত্র পাঁচ হলেও এরমধ্যেই তার মুকুটে রয়েছে সেরার সেরা পালক। অভিনয় ছাড়াও একাধিক গুণের অধিকারী এই খুদে। পাঁচ বছর বয়সেই পাঁচটি ভাষায় গান করে ফেলেছে সে। যার মধ্যে রয়েছে অহমিয়া, বাংলা, হিন্দি ,ইংরেজি এবং সংস্কৃত। এছাড়া ২০২১ সালে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছে ধৃতিষ্মান(Dhritishman Chakraborty)। এই খুদের প্রতিভাই মুগ্ধ হয়ে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

এমনকি জানলে অবাক হবেন এই ছোট বয়সেই ‘রাষ্ট্রীয় বাল পুরস্কার’ পেয়েছে সে। বয়স যখন মাত্র ১১ মাস তখন থেকেই ধৃতিষ্মান ৭০ টি গান গেয়ে ফেলেছে। এর মধ্যে তাকে ইয়ংগেস্ট মাল্টি ল্যাংগুয়েজ সিঙ্গার হিসেবে ঘোষণা করা হয়েছে। দাদাগিরির মঞ্চেও গান গেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এই ছোট শিশু। তবে তখন সে আরো ছোট ছিল।

কিন্তু তাতে কি ঠিক করে কথা না বলতে পারলেও সঠিকভাবে গান কিন্তু গেয়েছে ধৃতিষ্মান। আর তার গানের তালে তালে নেচেছে স্টেজের বাকি খুদেরা। তার গান মুগ্ধ হয়ে শুনেছেন খোদ মহারাজ সৌরভ গাঙ্গুলী(Sourav Ganguly)। সবমিলিয়ে এক জমজমাট পর্বের সাক্ষী দেখেছেন সকলে।

Related Articles