বাংলা সিরিয়াল

অভিনয় করতে জানলে ঠিক কাজ আসবে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক শেষ হতে না হতেই হাতে নতুন কাজ মুমু দিদির, ফিরছেন রাঙা বউ ধারাবাহিকে

ইন্ডাস্ট্রিতে(Tollywood) টিকে থাকা নিয়ে এক একজন এক এক রকম মন্তব্য করেন। কেউ বলেন প্রযোজকের সাথে সম্পর্ক থাকলে চিন্তাই নেই। আসলে একটু চেনা চেনা না থাকলে নাকি কাজ পাওয়া যায় না। আর পরিচিত কেউ থাকলে একের পর এক কাজ ঠিক জুটে যায়। আবার কেউ বলেন সবই পয়সার খেলা। যত পয়সা ছড়াবে ততই কাজ পাবে। কেউ কেউ আবার ভাগ্যের উপর ভরসা করে বসে থাকেন। যবে শিঁকে ছিড়বে তবে কার জুটবে।

কিন্তু এমনটা একেবারেই মনে করেন না অভিনেত্রী পায়েল(Payel Deb)। ছোট পর্দায় যাকে আমরা মুমু দিদি বলে চিনি। পায়েল দেব বিশ্বাস করেন ইন্ডাস্ট্রিতে কাজ পেতে একমাত্র অভিনয় গুণ থাকাটাই দরকার। সেটা থাকলে কাজ পেতে বিন্দুমাত্র অসুবিধা হয় না। অন্তত তার ক্ষেত্রে এমনটাই। একের পর এক কাজ করে চলেছেন ছোট পর্দার মুমু দিদি ওরফে পায়েল দেব।

সত্য শেষ হয়েছে জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’। সেখানে ধারাবাহিকের নায়কের বোনের চরিত্রে অভিনয় করে প্রশংসা করিয়েছেন দর্শকদের। যদিও এর আগে একাধিক ধারাবাহি কে অভিনয় করতে দেখা গেছে পায়েলকে। তবে ধারাবাহিক শেষ হতে না হতেই নতুন কাজের সুযোগ পেয়ে গিয়েছেন পায়েল।

জি বাংলা শুরু হয়েছে রাঙা রউ(Ranga Bou)। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে শ্রুতি দাসকে(Shruti Das)। সেখানেই সীমন্তিনী চরিত্রে দেখা মিলেছে তার। এত তাড়াতাড়ি পায়েলকে আবার পর্দায় ফিরে পেয়ে আপ্লুত তার অনুরাগীরা।

Related Articles