বাংলা সিরিয়াল

পিকনিকে গিয়েই শাশুড়ি-বউমার মিটলো বিবাদ! দত্তপুকুরে সপরিবারে দত্তবাড়ি, হাতে হাত ধরে গাছের তলায় পোজ কৃষ্ণা-পর্নার! এমনটাও হয়?

শীতকালের রবিবার মানেই মনটা একটু চড়ুইভাতি চড়ুইভাতি (Picnic)করে ওঠে। তবে ঠান্ডার প্রকোপ এখন একটু কম। তাই দত্ত বাড়ি সপরিবারে বেরিয়ে পড়ল পিকনিকের উদ্দেশ্যে। গন্তব্য বেশি দূর নয়। বারাসাতের কাছে দত্তপুকুরে।

আসলে প্রতিদিন ১৪ ঘণ্টা শুটিং তারপর বাড়ি আবার পরের দিন শুটিং। এই করতে করতে একঘেয়েমি এক শেষ নিম ফুলের মধু(Nim Phuler Modhu) ধারাবাহিকের সদস্যদের। তাই একঘেয়েমি কাটাতে সপরিবারে পিকনিকের পরিকল্পনা করে ফেলল ধারাবাহিকের সদস্যরা। একদিনের ছুটি। তাই শহর ছেড়ে বেরিয়ে পড়েছিল কৃষ্ণা, পর্না ,মৌমিতা, সৃজন প্রত্যকে।

সারাটা দিন খাওয়া দাওয়া, গান, আনন্দ, হুল্লোড় করে একটা গোটা রবিবার মাতিয়ে দিল সপরিবারে। সবাই একসঙ্গে ঘুরতে গেলেন। তবে এখানে অবশ্য শাশুড়ি ,বৌমা, খলনায়িকা প্রত্যেকে হাতে হাত ধরে মজা করলো। কারণ এখন তো সবাই রিয়েল। সবাই সবার বন্ধু। গাছের তলায় দাঁড়িয়ে শাশুড়ি বৌমার যা একখানা পোজ দিল তা যেন চোখ জুড়িয়ে যায়। সঙ্গে ছিল প্রত্যেকে। আর ছিল বাউল গান।

পিকনিকে খাওয়া দাওয়াও ছিল জিভে জল আনার মত। কড়াইশুঁটির কচুরি ,আলুর দম থেকে মাটন পোলাও সবকিছুই ছিল মেনুতে। সারাদিন চুটিয়ে মজা করে সন্ধ্যেবেলা আবার যে যার আস্তানায় ফেরা।

নতুন বছরের প্রথম মাসের রবিবার একদম ছুটির মেজাজেই কাটালেন নিম ফুলের মধু পরিবার। তবে ক্যামেরার সামনে যতই কৃষ্ণা এবং পর্নার অশান্তি লেগে থাকুক না কেন। ক্যামেরার পেছনে কিন্তু ঠিক ততটাই চোখে হারান একে অপরকে। বাস্তবে ভীষণ ভালো বন্ধু তারা। অন্তত পিকনিকের ছবি সেই কথাই বলছে।

Related Articles