বাংলা সিরিয়াল

শেষ হলো জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’, শেষ পর্ব দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন দর্শক

যার শুরু আছে তার শেষও আছে। একদিন না একদিন সবকিছুই শেষ হয়। ধারাবাহিক জগতেও তাই নতুনদের জায়গা ছেড়ে দিতে সরে আসতে হয় পুরনোদের। সেরকমই জি বাংলায় শেষ হলো ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক। অবশেষে দীর্ঘ দু বছরের পথ চলা শেষ। একেবারে ভিন্ন ধরনের একটি পারিবারিক গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। এটাই একমাত্র ধারাবাহিক যেটি সাংসারিক কুটকাচালি ঝগড়াঝাঁটি ইত্যাদি থেকে দূরে ছিল।

আর ধারাবাহিকে সাধারণ মধ্যবিত্ত পরিবারের পারিবারিক গল্প দর্শককে আরও আকর্ষণীয় করে তুলেছে। উর্মি এবং সাত্যকি এর জমজমাট প্রেম দর্শকের অত্যন্ত প্রিয়। ধারাবাহিকে উর্মির চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অন্বেষা হাজরা এবং সাত্যকির ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা ঋত্বিক মুখার্জিকে।

উর্মি এবং সাত্যকির মাখোমাখো প্রেম একেবারে জমজমাট ছিল এই ধারাবাহিক জুড়ে। সকলেই তাদের এই জুটির দারুণ পছন্দ করে। নিত্যনতুন চমক এর মাধ্যমেই এই ধারাবাহিক দিনে দিনে আকর্ষণীয় হয়ে উঠছে। যার কারণে এই ধারাবাহিকের ভক্তরা একটা দিনও এই ধারাবাহিকের পর্ব গুলি মিস করতেন না।

গোটা ধারাবাহিকে রিনিকে নেগেটিভ চরিত্রে দেখা গেলেও শেষে সেই রিনি ভালো হয়ে গিয়েছে। এমনকি কোর্টে এসে উর্মীর পাশে দাঁড়িয়ে সকল বদমাশদের মুখোশ খুলে দিতে সাহায্য করেছে সে। সেই সাথে নিজের টুকাইবাবুকে সকলের সামনে নির্দোষ প্রমাণ করেছে উর্মি। এরপর কোর্ট থেকে বাড়ির ফেরার পথে ট্যাক্সিতে শুরুর দিনের কাহিনী আবারও কয়েক মিনিটে রিক্যাপ করে দিয়েছে দুজনে। এভাবেই শেষ হল সকলের ভালোবাসার এক সিরিয়াল। ধারাবাহিক সম্প্রচারের শেষ দিন জি বাংলার পক্ষ থেকে একটি অ্যালবাম শেয়ার করা হয়। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আর তা দেখে সকলেই আবেগপ্রবণ হয়ে গেছে।

Related Articles