বাংলা সিরিয়াল

জি বাংলার সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘নিম ফুলের মধু’তে সৃজনকে ‘মাম্মাস বয়’ বলে খোঁটা দর্শকদের

বর্তমানে ধারাবাহিক জগতে শুরু হয়েছে এক ঝাঁক নতুন ধারাবাহিক। সেইসঙ্গে পাল্টেছে ধারাবাহিক গুলির গল্প। সেরকমই একটি অন্য ধাঁচের ধারাবাহিক হলো জি বাংলার ‘নিম ফুলের মধু’। সপ্তাহখানেক হলো এই ধারাবাহিক শুরু হয়েছে জি বাংলার পর্দায়। আর শুরুর সময় থেকে দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হয়েছে এই ধারাবাহিক। প্রথম সপ্তাহতেই টিআরপি তালিকাতেও বাজিমাত করেছে তারা।

প্রথমেই ধারাবাহিকের গল্প নায়ক নায়িকার বিয়ে দিয়ে শুরু করা হয়। আর এটাই দর্শকদের কাছে নতুনত্ব লেগেছে। তাই এই ধারাবাহিক দেখার প্রতি ও আগ্রহ বেড়েছে দর্শকের। উল্লেখ্য এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছে টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা রুবেল দাস এবং নায়িকার চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী পল্লবী শর্মা।

ধারাবাহিকের শুরু থেকেই দেখানো হয় সৃজন হল মায়ের বাধ্য সন্তান। তার মা যা বলে সে তাই করে। মায়ের কথায় ওঠে বসে, মা যা বলে তাই সে ঠিক হিসেবে ধরে নেয়। কোন কিছুর বিচার করে না। অন্যদিকে সৃজনের ঠাম্মা পর্না কে পছন্দ করে সৃজনের বউ হিসেবে নিয়ে এসেছে বাড়িতে। কিন্তু সৃজনের মায়ের পর্না কে বিশেষ পছন্দ নয়। আর এখানেই হয়েছে সমস্যা। কথায় কথায় সৃজনের মা পর্নার খুঁত ধরছে এবং সৃজন পর্নার দিকটা বিবেচনা না করেই শুধুমাত্র তার মায়ের কথা শুনে তাকে নানান রকম কথা শুনিয়ে যাচ্ছে।

পরে অবশ্য সেইসব কথা ভেবে সৃজনের খারাপও লাগছে। আর সেরকমই একটি দৃশ্যে দেখানো হয়। পর্নার শাশুড়ি তার উপর অকারনেই চিৎকার করতে শুরু করে। পর্ণ অন্যায়ের প্রতিবাদ করলে সৃজনের কাছে খারাপ প্রমাণ করে পর্নাকে। আর সেই জন্য মায়ের চোখে জল দেখে স্ত্রীর উপর রেগে ওঠে সৃজন এবং সে স্পষ্ট জানিয়ে দেয় মায়ের কষ্ট সে কিছুতেই সহ্য করতে পারে না। বাধ্য হয়ে পর্না কে তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চাইতে হয়। বিয়ে হয়ে এসেছে একদিন হয়নি তাতেই নতুন বউয়ের চোখে জল দেখে ক্ষুব্ধ হয়ে গেছেন দর্শকেরা।

এই দৃশ্য দেখার পরেই দর্শকের কিছু অংশ ক্ষেপে উঠেছে। তাদের মধ্যে একজন লিখেছেন, “দজ্জাল শাশুড়ি আর তার ভেড়া বাচ্চার আদর্শ উদাহরণ নিম ফুলের মধু”। আসলে এই ধারাবাহিকে প্রথম থেকে বাস্তবের সঙ্গে মিল রেখেই দেখানো হচ্ছে। আমরা বাস্তবে অনেকেই দেখেছি মায়ের কথা শুনে অনেকেই তার স্ত্রীকে ভুল বোঝে। আর সেই গল্পই তুলে ধরা হচ্ছে এই ধারাবাহিকে।

Related Articles