বাংলা সিরিয়াল

খড়িকে বাঘে নিয়ে গেছে! দেবাংশু আর দ্যুতি মিলে রাজত্ব করছে সিংহ রায় পরিবারে! কয়েক বছরের লিপ নিয়ে টানটান উত্তেজনায় মোড়া গল্প নিয়ে ফিরে এলো গাঁটছড়া!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হলো গাঁটছড়া। এই ধারাবাহিকে খড়ি ঋদ্ধির সুন্দর রসায়নে দর্শক মুগ্ধ হলেও দীর্ঘ সময় ধরে এই ধারাবাহিকের পাল্টে একটা একঘেয়েমি কাজ করছে যা দেখে দর্শক বিরক্ত। এই ধারাবাহিকে দীর্ঘ সময় ধরে সিংহ রায় পরিবারের সম্পত্তি, উদ্ধার , মিস্টার ডি অর্থাৎ দেবাংশুর track, ঘড়ির জেঠুর নিখোঁজের বিষয় এইসব দেখিয়ে দেখিয়ে ধারাবাহিকটিকে দর্শকদের কাছে বোরিং করে তুলেছে। এইবার ধারাবাহিক টিকে নতুন করে ঢেলে সাজাতে ও সুন্দর ভাবে প্রেজেন্ট করতে এই ধারাবাহিকে একটা লিপ নেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। তাই কয়েক বছরের লিপ নিয়ে এই ধারাবাহিক আবার শুরু হবে তা বোঝাই যাচ্ছে। কিন্তু এই কয়েক বছরের লিপ নেওয়ার পর ধারাবাহিকটি কীভাবে শুরু হবে?

একজন নেটিজেন যেমন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তার অনুমান অনুযায়ী ধারাবাহিকটি কিভাবে শুরু হতে পারে, একই সাথে লিস নেওয়ার পর কী ট্রাক দেখালে দর্শক বিরক্ত হবে তাও তিনি বলেছেন। সোশ্যাল মিডিয়ায় তার লেখা পোস্টে ঐ নেটিজেন লিখেছেন,“
গাঁটছড়ার গল্পঃ নিয়ে Prediction এবং suggestion
হয় দেখা যাবে খড়ির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সবাই ভাববে ওকে বাঘে নিয়ে গেছে , এবং ঋদ্ধি একা কোনোভাবে বাড়ি ফিরবে, নয়তো ঋদ্ধিও স্মৃতি হারিয়ে ফেলবে।
আর অন্যদিকে বনিও বাইরে চলে গেছে কয়েক বছরের জন্য
ব্যাস, এবার leap নিয়ে গল্পঃ কয়েক বছর এগিয়ে যাবে।
এই কয়েক বছরে দেবাংশু একা অথবা দেবাংশু আর দ্যুতি মিলে (যদিও এটার chance কম) সিংহরায় বাড়িতে রাজত্ব করবে
তারপর leap এর পর বনি বাড়ি ফিরে আসবে (সম্ভবত অন্য look এ), তারপর হয়তো জানা যাবে যে খড়ি মারা যায়নি, ওকে কেউ আটকে রেখেছিল ওর জেঠুর মতো
তারপর গল্পঃ গুলো কিভাবে এগোয় সেটাই দেখার।
খড়ি ঋদ্ধি, বনি কুণাল সবার story তেই একটা new flavour আসবে
অন্যদিকে রাহুল সত্যি positive হয়েছে কিনা সেটাও দেখার বিষয়।

আর একটা কথা বলতে চাই,
দর্শক এই সিংহরায় বাড়ির রহস্য/সম্পত্তি উদ্ধার দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে তাই leap তো অবশ্যই immediately নেওয়া উচিত,
কিন্তু ভুলেও leap এর পরে আর এই সিংহরায় বাড়ির সম্পত্তি নিয়ে বেশি ঘাঁটবেন না , leap এর পর গল্পঃ টা fresh ভাবে দেখতে চাই, তখন আবার এগুলো নিয়ে পড়লে কিন্তু সব শেষ হয়ে যাবে
তাই please এবার গল্পঃ টাকে নতুন ভাবে সাজান, charecter গুলো কে ঠিক ভাবে use করুন
Acropoliis Entertainment Pvt. Ltd.”

Related Articles