বাংলা সিরিয়াল

‘এক্স গার্লফ্রেন্ড এর কি দরকার সৃজনের মায়ের মত একটা মা থাকলে!’ছেলে বউয়ের পাশে সামান্য দাঁড়ালেও প্রবলেম হয় সৃজনের মায়ের- দেখে বলছেন নেটিজেনরা!

ধারাবাহিকে কোন কিছু অত্যাধিক বাড়াবাড়ি দেখালে তা নিয়ে দর্শকদের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যে কোনো ধারাবাহিক মানেই এমনিতেই গল্পের গরু গাছে উঠে পড়া! কিন্তু যদি কোন ধারাবাহিকে অত্যাধিক কোন বিষয় নিয়ে মাতামাতি দেখানো হয় তাহলে সেই ধারাবাহিকটি স্বাভাবিকভাবেই মানুষ ঠিকঠাক ভাবে নেয় না। যেমনটা হয়েছে জি বাংলার সাম্প্রতিক কালের ধারাবাহিক নিম ফুলের মধুর ক্ষেত্রে। এই ধারাবাহিকে দেখানো হচ্ছে পর্ণা আর সৃজনের বিয়ে হয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজ।

কিন্তু এই বিয়ের পর্না শুধুই কষ্ট পাচ্ছে, কারণ সৃজনের ব্যবহার। সৃজন এমন একটি ছেলে যে পুরোপুরি মাম্মাস বয়, অর্থাৎ মায়ের কথায় পুরোপুরি উঠ বোস করে। পর্না যদি তার জন্য ডিম ভাজা নিয়ে আসে, তাহলে সে মুখের সামনে থেকে সেই খাবারটা সরিয়ে নেয় কারণ এটি খেলে তার ছেলের শরীর খারাপ করবে, এমনকি তিনি মনে করেন যে তার ছেলের কতটুকু খাবার প্রয়োজন এবং কি খাওয়ার প্রয়োজন তা তিনি ভাল বোঝেন। অথচ তিনি নিজে এটাই জানেন না যে তার ছেলে ডিম ভাজা খেতে ভালোবাসে। যেভাবে সৃজন চরিত্রটি কে সাজানো হয়েছে ধারাবাহিকে তাতে অধিকাংশ মানুষ এই চরিত্রটিকে দেখে বিরক্ত।

সম্প্রতি একজন নেটিজেন যেমন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে, “একটা কথা বলতে খারাপ লাগছে বাট তারপরেও বলছে এক্স গার্লফ্রেন্ড এর যেটা করা উচিত সেটা সৃজন এর মা করছে।ছেলে বউয়ের সাথে ছবি তুললে দোষ, বউয়ের কেয়ার করলে দোষ, বউয়ের হাত ধরলে দোষ।তাহলে ছেলের বিয়ে দেওয়ার কী দরকার ছিল।আর সৃজন চরিত্র টা পুরো টাই কাপুরুষ।সব শেষে একটা-ই কথা বলব সৃজনের পোখরাজ কে দেখে কিছু শেখা উচিত”

Related Articles