বাংলা সিরিয়াল

‘রামপ্রসাদের গান, বিশ্বচরাচরে মা কালীর রূপ, সর্বাণী চরিত্র-সাদামাটার মধ্যেও অসামান্য! বিরতিহীন ৩০ মিনিট কাটলো মন্ত্রমুগ্ধের মত- রামপ্রসাদের প্রথম এপিসোড দেখে ধন্য ধন্য করেছেন দর্শক!

স্টার জলসায় সদ্য শুরু হয়েছে ভক্তিমূলক ধারাবাহিক রামপ্রসাদ। এই ধারাবাহিকের রামপ্রসাদের জীবনী তুলে ধরা হবে, বিবাহিত জীবনে প্রবেশ করে বিয়ে করার পরেও কিভাবে রামপ্রসাদ মা কালী সাধনায় বিভোর ছিলেন এবং পরবর্তীতে মা কালী স্বয়ং তার প্রতি কৃপা পরবশ হয়ে তাকে দর্শন দেন সেই নিয়েই গল্প রামপ্রসাদ। রামপ্রসাদের গল্পে দেখা যাচ্ছে যে, সবাই বলে সংসারে থেকে নাকি মায়ের আরাধনা হয় না কিন্তু সংসারে থেকেও যে মাকে লাভ করা যায় তাই বলবে রামপ্রসাদের গল্প। আমরা সবাই জানি রামপ্রসাদের মা কালীর বিষয়ক লেখা ভক্তি গীতির কথা ও মা কালী যে তার গান শুনতে স্বয়ং নিজে আবির্ভূত হয়েছিলেন তাও আমরা জানি।

প্রচলিত মত অনুযায়ী রামপ্রসাদের মেয়ের রূপ ধরে এসেছিলেন মা কালী, স্টার জলসায় সন্ধ্যে ছটা থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক, বিপরীতে রয়েছে দু বছরের পুরনো ধারাবাহিক মিঠাই। একদিকে মিঠাইয়ের যৌথ পরিবারের গল্প রসায়ন অন্যদিকে আধ্যাত্মিক গল্প টিআরপিতে কে কাকে বাজিমাত দেবে সেটা দেখার জন্য দর্শক অপেক্ষায় রয়েছেন, তবে তারই মধ্যে হয়ে গেল রামপ্রসাদের প্রথম এপিসোড। কেমন হলো রামপ্রসাদের সেই পর্ব? কী বা বলছেন দর্শকরা?

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“দেখে নিলাম রামপ্রাসাদের প্ৰথম এপিসোড যেটা সত্যিই অসাধারণ লাগলো! গল্পটা রামপ্রসাদি সঙ্গীত দিয়েই শুরু হলো যেটা গাইছিল সয়ং রামপ্রসাদ অর্থাৎ সব্যসাচী দা! মা কালী রূপে রয়েছে আমাদের প্রিয় পায়েল দি! বহুদিন পর তাকে ঠাকুরের চরিত্রে দেখলাম! গোটা বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে সে সব টা দেখছে তার মায়াবী চোখ দুটো দিয়ে!

Promo তে মা কালীর রূপটা সেরকম একটা দেখা যায়নি, কিন্তু প্রথম এপিসোডেই সুন্দর ভাবে সেই রূপ টা দেখতে পেলাম!! একদিকে যেমন তার মায়ের মতন স্নিগ্ধ রূপ, অন্যদিকে মায়ের রৌদ্র রূপ খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে পায়েল দি! সুস্মিলি রয়েছে সর্বানির চরিত্রে! তাকেও খুব মানিয়েছে! Casting এ তারাপীঠ এর অনেক সদস্য কে দেখলাম! সবচেয়ে মজাদার বিষয় হলো তারাপীঠ এ ছোট ফটিক চরিত্রে যেই টক ঝাল শিশু টা ছিল, সেই ছেলেটাই ওরকম একটা চরিত্র করছে যার চরিত্রের নাম “এক তারা”

*সব টা মিলিয়ে বিরতিহীন গোটা 30 মিনিট যে কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি! খুবই সাদামাটা এপিসোড ছিল, কিন্তু অসামান্য ছিল! আমি জানিনা রামপ্রসাদ trp তে কি করবে! আমি এটাও জানিনা রামপ্রসাদ কতজনের মনে জায়গা করে নিতে পারবে, তবে এটুকু বলতে পারি সুরিন্দর এর ইতিহাসে রামপ্রসাদ স্মরণীয় একটা Project হয়ে থাকবে

Episode Review Rating – 9.7/10”

Related Articles