বাংলা সিরিয়াল

‘সোহাগ জল পরকীয়া হলে জানেনা পরকীয়াটা আসলে কি’! পছন্দের ধারাবাহিক নিয়ে কথা উঠতেই ক্ষেপে গেলেন সোহাগ জল দর্শক, এক হাত নিলেন নেটিজেনদের, ‘এটা যাদের পরকীয়া মনে হয় শিক্ষার অভাব আছে’!

বাংলা ধারাবাহিক মানেই এখন সব থেকে পপুলার একটি বিষয় হলো পরকীয়া। এখন নায়ক নায়িকা নিয়ে গোটা সিরিয়াল চলছে এমনটা খুব কম দেখতে পাওয়া যায়। তাদের মাঝে তৃতীয় একজন ব্যক্তি আসবেই। এবং তাকে নিয়ে হবে দড়ি টানাটানি। যে কারণে অনেক সময় নায়ক নায়িকার সম্পর্ক পর্যন্ত ভাঙতে বসে।

এমন বহু সিরিয়ালের সাক্ষী প্রত্যেকদিন বহু দর্শক। এর মাঝে যদিও চ্যানেলগুলি নতুন ধাঁচের কিছু ধারাবাহিক আনতে শুরু করেছে। কিন্তু নতুন ধাঁঝের গল্প হলেও শেষে গিয়ে সবগরু এক ঘাটেই জল খায়। আর সেই নিয়ে হয় সমালোচনা। তবে দর্শকদের একাংশ মনে করেন তাদের পছন্দের ধারাবাহিক অন্য ধারাবাহিকের থেকে আলাদা।

সম্প্রতি জি বাংলা(Zee Bangla)য় শুরু হয়েছে নতুন ধারাবাহিক সোহাগ জল(Sohag Jol)। যার মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে শ্বেতা ভট্টাচার্য(Sweta Bhattacharya) এবং হানি বাফনা(Hani Bafna)কে। শুরুর থেকেই তাদের সম্পর্ক স্বাভাবিক নয়। তবে ধারাবাহিকে অপর একটি চরিত্র বেশ জোরালো হয়ে উঠেছে। সেটি হল ধারাবাহিকের নায়ক শুভ্রের বৌদি বেণী। বেনির স্বামী মারা গিয়েছে। তার মৃত্যুর পর থেকে একাই থাকে সে শ্বশুরবাড়িতে। ধীরে ধীরে তার দেওর শুভ্রর প্রতি তার একটা টান তৈরি হয়েছে। অন্যদিকে শুভ্র নতুন বিয়ে করে বউ ঘরে আনলে তাকে সে একেবারে দুচোখে দেখতে পারেনা। এই বিষয়টা অনেকেরই ভালো লাগছে না। ধারাবাহিকের ওপর উঠেছে পরকীয়ার আরোপ।

আর ঠিক সেখানেই হলো গন্ডগোল। ধারাবাহিকের অন্ধ ভক্ত তারা এবার আওয়াজ তুলতে শুরু করেছেন। তাদের দাবি যেসব ব্যক্তিরা বলছে পরকীয়া দেখানো হচ্ছে ধারাবাহিকে তারা আসলে কথাটার আক্ষরিক অর্থই জানেনা। এক ভক্তের কথা অনুযায়ী,’ সোহাগ জল সেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমি নিয়মিত দেখতেছি কই কখনো আমি তো পরকীয়া দেখিনি!!আর বেনি বৌদির একতরফা ভালোবাসা যদি পরকীয়া হয় তাহলে তো পৃথিবীর সবাই আমরা পরকীয়া করি!! কেননা ৯৯.৯% মানুষ কাউকে না কাউকে ভালো লাগে তাদেরকে পেতে চাই!!
সোহাগ জলসা সিরিয়ালে তো আমি কখনো দেখিনি শুভ্র বেনি বৌদির সঙ্গে নিরালায় ফুলের বাগানে কিংবা বেডরুমে কিংবা ড্রয়িং রুমে বসে গল্প করছে কিংবা তাদের মনের প্রেম ভালোবাসা প্রকাশ করেছে!!
বেনি বৌদিই তো সবসময় শুভ্রকে একতরফা পাওয়ার জন্য চেষ্টা করে, জেলাস ফিল করে।আরে একতরফাটা কি যদি কেউ পরকীয়া করা বলে। তাহলে তাদেরকে আর কোন কিছুই বলার নেই আসলে সেই সকল ব্যক্তি জানেনা পরকীয়াটা আসলে কি?তাদের শিক্ষার অভাব আছে!’

প্রসঙ্গত জল্পনা ছিল ধারাবাহিক যেহেতু শুরুর থেকে টিআরপির তালিকাতে তেমন কোন নজির করতে পারেনি তাই হয়তো খুব সম্ভবত ধারাবাহিক বন্ধ হয়ে যেতে পারে। যদিও এখনো পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে কোনরকম খবর আসেনি।

Related Articles