বাংলা সিরিয়াল

জি বাংলার নন ফিকশন শো গুলিকে কখনোই টেক্কা দিতে পারছে না স্টার জলসার নন ফিকশন শো, দেব রুক্মিণীর জুটিও বাজিমাত করতে পারছে না সারেগামাপা কে

বৃহস্পতিবার মানেই টিআরপি তালিকা প্রকাশের দিন। ফিকশন নন ফিকশন শো এর দিক থেকে কে সবথেকে বেশি এগিয়ে রইল কোন চ্যানেল সেরা হল সেটা জানার জন্য মুখিয়ে থাকেন ধারাবাহিক প্রেমীরা। ধারাবাহিকের পাশাপাশি রিয়েলিটি শো দেখতেও যে সমস্ত দর্শক ভালোবাসেন তারাও অপেক্ষা করে থাকেন। সপ্তাহে শেষ দুটো দিন তারাও অপেক্ষা করে থাকে শো গুলি দেখার জন্য। তাদের পছন্দের কোন শো কততম স্থানে থাকলো আজ সেটাই জানার দিন। তবে এই সপ্তাহের হাসি হাসলো জি বাংলা। এবারে নন ফিকশন শো গুলির মধ্যে সবথেকে বেশি রেটিং পয়েন্ট নিয়ে এগিয়ে থাকলো জি বাংলা দিদি নাম্বার ওয়ান। রচনা ব্যানার্জি সঞ্চালনা এই শো বরাবরই জমজমাট। এই সপ্তাহের দিদি নাম্বার ওয়ানের রেটিং পয়েন্ট ৫.৯। বরাবরই সকল মহিলাদের প্রিয় গেম শো এটি। এই গেম শো তে প্রতিদিন নিত্য নতুন গল্প নিয়ে হাজির হন দিদিরা।

অন্যদিকে দ্বিতীয় স্থানে জায়গা দখল করে নিল সারেগামাপা। এই মুহূর্তে জি বাংলা সারেগামাপা এবং স্টার জলসার ডান্স ডান্স জুনিয়রের মধ্যে জোরদার টক্কর চলছে। ডান্স ডান্স জুনিয়ার এর প্রধান আকর্ষণ হল দেব এবং রুক্মিণীর জুটি। কিন্তু সেই জুটিও বাজিমাত করতে পারছে না সারেগামাপাকে। এই সপ্তাহ সা রে গা মা পা ৫.৫. রেটিং পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে টিআরপি তালিকাতে। আর অন্যদিকে ডান্স ডান্স জুনিয়র এর রেটিং পয়েন্ট অনেকটাই কম ৩.৫ পয়েন্ট নিয়ে এবার টিআরপিতে লেখা জায়গা দখল করে নিয়েছে তারা। চলুন তাহলে দেখে নেওয়া যাক এক ঝলকে নন ফিকশন শো এর টিআরপি তালিকা –

দিদি নম্বর [সানডে ধামাকা] (৫.৯)

সারেগামাপা (৫.৫)

‘ডান্স ডান্স জুনিয়র ৩’ (৩.৫)

রান্নাঘর (১.১)

শোনা যাচ্ছে এবার জি বাংলার পর্দায় আসতে চলেছে আরো এক নতুন রিয়েলিটি শো যেখানে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদারকে। যাকে আমরা শেষবার দেখে ছিলাম শ্রীময় ধারাবাহিকে অভিনয় করতে।

Related Articles