বাংলা সিরিয়াল

‘বাংলা মিডিয়াম দেখে কেমিস্ট্রিকে RIP বলার আগে কেমিস্ট্রি বইটা পড়ে আসুন!’ H2SO4 এর সাথে ডিটারজেন্ট মিশিয়ে জল তৈরি করায় বাংলা মিডিয়ামকে নিয়ে ট্রোল করা হলে মুখ খুললেন এক দর্শক!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বাংলা মিডিয়াম কে প্রথম থেকে ট্রোলিং এর শিকার হতে হচ্ছে। কখনো এই ধারাবাহিকের নায়িকা ইন্দিরা সাজ নিয়ে, কখনো ইন্দিরার আচার-আচরণ নিয়ে, কখনো ইন্দিরার অতিথি আপ্যায়নের খাবার পরিবেশন নিয়ে-দর্শকদের বক্তব্য এইসব ক্ষেত্রে বাংলা মিডিয়াম যেভাবে গ্রামের কথা তুলে ধরছে আসলে গ্রাম বাংলার মানুষ তার থেকে বর্তমানে অনেক এগিয়ে গেছে।

গ্রামের মানুষ আর আগের মত নেই তারা অতিথি এলে আপ্যায়ন করে এবং গ্রামের কোন অশিক্ষিত মেয়েও আজকাল দুদিকে বেনি ঝুলিয়ে দাদুর ছাতা নিয়ে রাস্তায় ঘোরে না, সেখানে শিক্ষিত পড়াশোনা জানা মেয়ে ইন্দিরার একটা চাকরির ইন্টারভিউতে এইরকম সাজ পোশাক এবং উঁচু করে শাড়ি পরা দেখে দর্শক সত্যিই সেটাকে অতিরিক্ত বাড়াবাড়ির পর্যায়ে ফেলে দিয়েছেন।

তবে সব সময় সব সমালোচনা যে যথার্থ তাও কিন্তু নয়, যেমন কিছুদিন আগেই বাংলা মিডিয়ামে দেখানো হয়েছে যে ইংলিশ মিডিয়াম স্কুলে আগুন ধরলে ইন্দিরা এইচ টু এস ও ফোর এর সাথে ডিটারজেন্ট মেশিয়ে জল তৈরি করে আগুন নেভায়- এই ভিডিও দেখে অনেকেই বলতে শুরু করেছেন যে বাংলা মিডিয়াম এইভাবে কেমিস্ট্রি শেখাচ্ছে আর কেমিস্ট্রি পরার দরকার নেই। কিন্তু সত্যিই কি এই বিষয়টা এতটাই সমালোচনার যোগ্য? সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন সমীকরণটা কিন্তু সত্যি, হ্যাঁ ওই রকম একটা পরিস্থিতিতে মাথা কাজ করে এরকম একটা ঘটনা ঘটানো টা নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে কিন্তু সমীকরণটা মিথ্যে নয়।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন যে,“আমি বাংলা মিডিয়ামের হয়ে সাফাই গাইতে আসিনি সেটা ফার্স্টেই সাফ অফ জানিয়ে দিচ্ছি।

তবে একটা জিনিস নিয়ে সবাই যে বলছে সালফিউরিক acid এর সাথে ডিটারজেন্ট এর রিয়াকশনে আগুন নেভানো দেখিয়ে টেন্ট কাকু কেমিস্ট্রি কে rip করে দিয়েছে সেটা নিয়ে কথা ছিল…
হ্যাঁ, কেমিস্ট্রি ল্যাবে আগুন লাগলে তখন অতশত রিয়াকশন ভাবার আগে জল দেওয়া যেতো, এটা ঠিক। কিন্তু ওদের দেখানোর উদ্দেশ্য ছিল বিজ্ঞানকে উপস্থিত বুদ্ধিতে কিভাবে কাজে লাগানো যায় সেটা।

আর রইল বাকি রিয়াকশনের কথা….নীচে দেখে নিন dil. H2SO4 আর ডিটারজেন্ট/ washing soda( Na2CO3) এর বিক্রিয়ায় জল তৈরি হয় কিনা…
আর সব ল্যাবেই dil. H2SO4 থাকেই,কারণ সেটা সবথেকে easily available solvent…
সুতরাং, কেমিস্ট্রি কে RiP বলার আগে একটু সামান্য কেমিস্ট্রি পড়ে আসুন,এসব class 7-8 এর জ্ঞান”

Related Articles