বাংলা সিরিয়াল

সকলকে অবাক করে এবার বেঙ্গল টপার জি বাংলা ‘জগদ্ধাত্রী’, টিআরপি তালিকার তলানিতে পৌঁছল ঋদ্ধি খড়ির জুটি

সামনে এলো এই সপ্তাহ টিআরপি তালিকা। এই সপ্তাহে টিআরপি তালিকা দেখে প্রত্যেকেই চমকে গিয়েছেন। কারণ এই সপ্তাহের টিআরবি তালিকার ধুলোকণা, গাঁটছড়া বা মিঠাই কেউই নয় বেঙ্গল টপার হল জি বাংলার জগদ্ধাত্রী।

গত কয়েক সপ্তাহ ধরেই দ্বিতীয় এবং তৃতীয় স্থানে ঘোরাঘুরি করছিল এই ধারাবাহিক। তবে এবারে সোজা বেঙ্গল টপার। তার ঠিক পেছনে রয়েছে রয়েছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া।

এই ধারাবাহিক খুব শীঘ্রই বেঙ্গল টপার হবে তা বুঝতে বাকি নেই। কারণ ইতিমধ্যে দীপা এবং সূর্যর মধ্যে দূরত্ব দেখিয়ে দর্শকদের নজর কাটতে সক্ষম হয়েছে এই ধারাবাহিক। মাত্র এক পয়েন্টের তফাৎ জগদ্ধাত্রী এবং অনুরাগের ছোঁয়ার মধ্যে। দর্শকরা প্রত্যেকেই আশা করছেন এবার হয়তো খুব শীঘ্রই মিশকার আসল চেহারা সকলে সামনে আসবে। সূর্য এবং দীপার মধ্যেও ভুল বোঝাবুঝি মিটে যাবে।

তিন নম্বরে জায়গা করে নিল ধুলোকণা। লালন এবং ফুলঝুরির মধ্যে তিতিরকে একেবারেই মেনে নিতে পারছে না দর্শক। আর একজন নায়কের তিন জন নায়িকার সঙ্গে বারবার বিয়ে দেখে সত্যিই বিরক্ত হয়ে উঠেছেন দর্শকমহলের একাংশ। অতিরিক্ত ন্যাকামো আর কেউই সহ্য করতে পারছেন না। আগের সপ্তাহের মতো এই সপ্তাহ হতেও চতুর্থ স্থানে আলতা ফড়িং রয়েছে।

তবে অবাক করা ব্যাপার হল ৮ নম্বর থেকে সোজা পাঁচ নম্বরে চলে এল এক্কাদোক্কা ধারাবাহিক। রাধিকা এবং পোখরাজের বিয়ে দেখিয়ে ভালোই রেটিং পেয়েছে এই ধারাবাহিক। এরপরই গাঁটছড়া ধারাবাহিক রয়েছে। ধীরে ধীরে এই ধারাবাহিকের জনপ্রিয়তা কমছে। ঋদ্ধি এবং খড়ির মধ্যে এই দূরত্ব একেবারেই পছন্দ করছে না দর্শক।

এক নজরে দেখুন সেরা দশের তালিকা-

প্রথম- জগদ্ধাত্রী (৮.০)

দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া (৭.৯)

তৃতীয়- ধুলোকণা (৭.৩)

চতুর্থ- আলতা ফড়িং (৭.১)

পঞ্চম- এক্কা দোক্কা (৬.৭)/ খেলনা বাড়ি (৬.৭)

ষষ্ঠ- গাঁটছড়া (৬.৬)/মাধবীলতা (৬.৬)

সপ্তম- নবাব নন্দিনী (৬.৪)/ গৌরী এলো (৬.৪)/মিঠাই (৬.৪)

অষ্টম- সাহেবের চিঠি (৬.১)

নবম- হর গৌরি পাইস হোটেল (৫.৪)

দশম- পিলু (৪.৯)

আগামী সপ্তাহ থেকে TRP তালিকায় আসবে বদল। কারণ জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক নিম ফুলের মধু। পিলু ধারাবাহিক শেষ হবার পর সন্ধ্যে ছটার স্লটে এসেছে মিঠাই এবং মিঠাইয়ের ৮টার স্লটে এসেছে নিম ফুলের মধু।

Related Articles