বাংলা সিরিয়াল

‘মিঠাই কে হারাতে নয় স্টার জলসার ভিত শক্ত করতেই বছরের পর বছর টানবার জন্য সন্ধ্যে ছটায় বালি ঝড়কে দেওয়া হয়েছে!’-বালিঝড়কে কেন ৬টায় দেওয়া হলো তাই নিয়ে লিখলেন এক নেটিজেন!

স্টার জলসায় খুব শীঘ্রই একটি ধারাবাহিক আসতে চলেছে। এই ধারাবাহিকের নাম ‘বালি ঝড়’। এই ধারাবাহিকে লিড চরিত্রে অভিনয় করছেন কৌশিক রায়, তৃণা সাহা, ইন্দ্রাশিস রায়। রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি প্রেমের গল্প। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে, জোড়া স্রোতকে ভালোবাসে কিন্তু জোড়ার বাবা চায় মহার্ঘ্যর সাথে তার বিয়ে দিতে। অন্যদিকে মহার্ঘ্য,জোড়া আর জোড়ার বাবা তিন জনেই হলেন রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে ওঠা এই প্রেমের গল্পটি অনেকেই ভেবেছিলেন যে, সন্ধ্যে সাড়ে সাতটার স্লটে দেওয়া হবে কিন্তু তেমনটা হয়নি সকলকে অবাক করে দিয়ে এই ধারাবাহিকটি সন্ধ্যে ছয়টার স্লটে দেওয়া হয়েছে।

এই সময় কেন ধারাবাহিকটি দেওয়া হলো তা নিয়ে রীতিমত প্রশ্ন উঠতে শুরু করে। সবাই বলেন যে, সন্ধ্যে ছয়টার দিকে এই ধারাবাহিকটি দেওয়া একদম ঠিক হয় নি। কিন্তু কিছু মানুষ মনে করেন এই সময় ধারাবাহিকটি দেওয়া ঠিক হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একজন আবার এই সন্ধ্যের সময় বালিঝড় ধারাবাহিকটি দেওয়াটা যে যুক্তিযুক্ত তার পিছনে দীর্ঘ কারন লিখে পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় ঐ নেটিজেন লিখেছেন যে,“অনেকেই বলছে “বালিঝড়” 6 টায় দিয়ে ঠিক করেনি…. কিন্তু আমি বলবো ঠিক করেছে… এর দুটো কারণ…..

Prime slot এ আজকাল খুব রেষারেষি, লড়াই হয়… Trp কম / slot lead না করায় হুটহাট সিরিয়াল শেষ হচ্ছে… সেখানে non prime / semi prime slot এ সিরিয়াল যদি অনেক দিন বেশী চলে তাহলে চলুক কয়েক মাসে শেষ হবার থেকে তো অনেক ভালো
Non-prime এ “গুড্ডি” টানা 9 months slot lead করছে… এদিকে “গোধূলি আলাপ” 6 টায় perform তেমন না করলেও 10:30 টা তে টানা slot lead করে নিজের জায়গা ধরে রেখেছে… তাই high budget serial, বড় casting show যাতে বেশি দিন চলে, বছর পার করে তাতে non prime / semi prime এ থাকলে থাকুক… লিনা ম্যাম Trp তুলে ঠিকই নেবে… গল্পের মোড় যেমনই হোক
পাশাপাশি এমন casting আর dialogues তো অসাধারণ হয়ই লিনা ম্যামের

স্টার জলসার ভীত শক্ত করাও আর একটা কারণ বালিঝড় 6 টায় দেওয়ার… 6 টায় Trp জমজমাট দিলে পরের গুলো একটু হলেও effect পড়ে যেমন মিঠাই এর high Trp র জন্য KB ও অনেক বেশি Trp পাচ্ছিল হ্যাঁ পাশাপাশি গল্প ও জমজমাট হতে হবে… তাই 6 টায় দিয়ে ঠিক করেছে..
অনেকে বলছেন prime এ থাকলে বেঙ্গল topper হতো.. Non prime এও বেঙ্গল topper হওয়া যায় example অনুরাগের ছোঁয়া আর আগের ইচ্ছে নদী
তাই ভরসা রাখুন আশা করি বালিঝড় ভালো হবে হতাশ হবেন না পাশে থাকুন”

Related Articles