বাংলা সিরিয়াল

আবারো বঙ্গ সেরা “গাঁটছড়া”, প্রথম স্থান ধরে রাখতে পারল না ধূলকণা! এবারেও প্রথম পাঁচে খুঁজে পাওয়া যাচ্ছে না মিঠাই কে! পুজোর পরে বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন কি তবে সত্যি হবে?

আজ বৃহস্পতিবার, প্রত্যেক সপ্তাহে টিআরপির ফল বেরোনোর দিন। প্রত্যেকটি ধারাবাহিকের দর্শকেরা উৎসাহের সঙ্গে মুখিয়ে থাকেন এই ফলাফল দেখার জন্য। কোন চ্যানেলে গিয়ে থাকছে আর কোন চ্যানেল পিছিয়ে কিংবা কোন ধারাবাহিক কত ফলাফল করছে সেটা জানার জন্য আলাদাই উৎসাহ কাজ করে দর্শকদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় রীতিমত এইসব নিয়ে লড়াইও হয়। গত সপ্তাহে সিআরপি লিস্টে প্রথম হয়েছিল ধুলোকনা। একের পর এক টুইস্ট দিয়ে দর্শক ধরে রেখেছিল সেই ধারাবাহিক। টানটান উত্তেজনায় দর্শকমহল উত্তেজিত হয়ে উঠেছিলেন। ডাক্তারের বাড়িতে লালনের সেবা সুশ্রূষা থেকে মেজ মামির পুলিশের কাছে ধরা পড়ে যাওয়া, সবেতেই টানটান উত্তেজনা বজায় রেখেছিলেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। কিন্তু এই সপ্তাহ হতে আর প্রথম অবস্থান ধরে রাখতে পারল না এই ধারাবাহিক।

তার আগেই গত দু-তিন সপ্তাহ ধরে টানা প্রথম স্থান অধিকার করছিল স্টার জলসা সম্প্রচারিত গাঁটছড়া। এই সপ্তাহ হতে আবার নিজের জায়গায় ফিরে গেল সেই ধারাবাহিক। অন্যদিকে গত সপ্তাহে দ্বিতীয় স্থানে দেখতে পাওয়া গিয়েছিল আলতা ফড়িংকে। এবার সেই জায়গায় নেমে এসেছে। গৌরী এলো ধারাবাহিক তার তৃতীয় স্থান বজায় রেখেছে। আবার আলতা ফড়িং দ্বিতীয় স্থান থেকে নেমে এসেছে চতুর্থ স্থানে। এদিকে পঞ্চম স্থানে জগদ্ধাত্রী নিজের রেটিং একই রেখেছে।

এবার চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে বাংলার সেরা ৫ ধারাবাহিক কোনগুলি।
এই সপ্তাহের বাংলার সেরা ৫ ধারাবাহিক –
১ম – গাঁটছড়া ৮.১
২য় – ধুলোকনা ৮.০
৩য় – গৌরী এলো ৭.৭
৪র্থ – আলতা ফড়িং ৭.২
৫ম – জগদ্ধাত্রী ৭.০

এবার চলুন দেখে নিই অন্যান্য ধারাবাহিকগুলি টিআরপি রেটিং এ ঠিক কত পেয়েছে –
5:00 PM : বিক্রম বেতাল (১.১)
5:30 PM : গুড্ডি (৩.৪) | দিদি No.1 S9 (২.৭)
6:00 PM : নবাব নন্দিনী (৫.১) | পিলু (৪.৬)
6:30 PM : সাহেবের চিঠি (৫.৯) | খেলনা বাড়ি (৬.২)
7:00 PM : গাঁটছড়া (৮.১) | জগদ্ধাত্রী (৭.০)
7:30 PM : আলতা ফড়িং (৭.২) | গৌরী এলো (৭.৭)
8:00 PM : ধুলোকণা (৮.০) | মিঠাই (৬.৭)
8:30 PM : মাধবীলতা (৬.৫) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৭)
9:00 PM : এক্কা দোক্কা (৫.১) | এই পথ যদি না শেষ হয় (৫.৬)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.১) | লালকুঠি (৪.৬)
10:00 PM : হরগৌরী পাইস হোটেল (৪.৫) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৩.৮)
10:30 PM : গোধূলি আলাপ (২.৯) | উড়ন তুবড়ি (৩.৪)
11:00 PM : রাধাকৃষ্ণ (১.৫) | শিশু ভোলানাথ (২.২)

এইগুলি গেল বিনোদন মাধ্যমের চ্যানেল গুলির শুধু ধারাবাহিকের কথা। এছাড়াও চ্যানেলগুলিতে সম্প্রচারিত হয় কিছু নন ফিকশন শো। চলুন দেখেনি সেই নন ফ্রিকশনগুলি টি আর পিলিস্টে কত রেটিং করতে পারল।
এই সপ্তাহের নন ফিকশন শো এর টিআরপি রেটিং –
১ম – সা রে গা মা পা (৫.৬)
২য় – দিদি No.1 [সানডে ধামাকা] (৫.২)
৩য় – Dance Dance Junior (৪.০)
৪র্থ – রান্নাঘর (১.২)

Related Articles